Nadia: স্ত্রী বাপেরবাড়ি, ফাঁকা বাড়িতে বৃদ্ধকে যে অবস্থায় দেখলেন পড়শিরা
Nadia: রিজিৎ পেশায় ইলেক্ট্রিশিয়ান। তাঁদের কোন সন্তান নেই। তিনি মদের নেশা আসক্ত থাকতেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। গত কয়েকদিন আগে অশান্তির কারণে স্ত্রী তাহেরপুর থানা এলাকায় তাঁর বাপের বাড়িতে চলে যান। রানাঘাটে তাঁরা পাকা বাড়িতেই বসবাস করতেন।

নদিয়া: কয়েক দিন ধরে দুর্গন্ধের কারণে এলাকায় বসবাস করাই দায় হয়ে উঠেছিল প্রতিবেশীদের। গন্ধের উৎস খুঁজতে শুরু করেন প্রতিবেশীরা। বুঝতে পারে কোথা থেকে বের হচ্ছে গন্ধ। বেগতিক কিছু আঁচ করেই খবর দেন থানায়। পুলিশ গিয়ে ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। তাঁর স্ত্রী ছিলেন বাপের বাড়ি। পুলিশের অনুমান, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরিজিৎ দাস।
জানা গিয়েছে, অরিজিৎ পেশায় ইলেক্ট্রিশিয়ান। তাঁদের কোন সন্তান নেই। তিনি মদের নেশা আসক্ত থাকতেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। গত কয়েকদিন আগে অশান্তির কারণে স্ত্রী তাহেরপুর থানা এলাকায় তাঁর বাপের বাড়িতে চলে যান। রানাঘাটে তাঁরা পাকা বাড়িতেই বসবাস করতেন।
তিন চার দিন ধরে এলাকায় দুর্গন্ধ বেরোচ্ছিল। সে কারণে প্রতিবেশরীই বাড়িতে ঢুকে দেখতে পান ওই বাড়িতে বিছানায় উপরে রয়েছে ওই ব্যক্তির মৃতদেহ। আর ঘরের মেঝেতে রক্তের ফোঁটা। দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয় তাঁর স্ত্রীকে। খবর পেয়ে বাড়ি ফিরেন স্ত্রী। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তার তদন্তের শুরু করেছে পুলিশ।

