Nadia Murder: গোপনাঙ্গ কাটা, গলগল করে বের হচ্ছে রক্ত, রাস্তার ধারে ভয়ঙ্কর পরিণতি যুবকের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2022 | 2:59 PM

Nadia Murder: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দেহটি রক্তাক্ত ছিল। গোপনাঙ্গ কাটা ছিল। দেহে একাধিক ক্ষত রয়েছে। দেহে বুলেটের চিহ্নও ছিল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

Nadia Murder: গোপনাঙ্গ কাটা, গলগল করে বের হচ্ছে রক্ত, রাস্তার ধারে ভয়ঙ্কর পরিণতি যুবকের
নদিয়ার যুবকের দেহ উদ্ধার

Follow Us

নদিয়া: গোপনাঙ্গ নেই। গল গল করে ঝরছে রক্ত। শরীরে বিঁধে রয়েছে বুলেট। যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল রাস্তার ধার থেকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কালীগঞ্জ ব্লকের পলাশির এরিয়াডাঙা। পরে ওই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। মৃতের নাম রামপ্রসাদ হাজরা (৩৫)।

জানা গিয়েছে, নদিয়ার কালীগঞ্জ ব্লকের পলাশির এরিয়া ডাঙা গ্রামের বাসিন্ধা রামপ্রসাদ হাজরা ট্রাকের খালাসি করতেন। প্রত্যেকদিন কাজ কর্ম করে মাঝরাতে বাড়ি ফিরতেন তিনি। কিন্তু সোমবার সকাল পর্যন্ত ফেরেননি। রবিবার রাতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। পরিবারের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়।

সকাল পর্যন্ত খোঁজ করে পাওয়া যায়নি। পরে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন কালীগঞ্জ চাপড়া সড়কে দেহটি পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের তরফেই পরিবারের সদস্যরা খবর পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দেহটি রক্তাক্ত ছিল। গোপনাঙ্গ কাটা ছিল। দেহে একাধিক ক্ষত রয়েছে। দেহে বুলেটের চিহ্নও ছিল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুরনো কোনও শত্রুতার জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

তদন্তকারীরা মনে করছেন, দুষ্কৃতীরা প্রথমে গুলি করে, পরে তাঁর গোপনাঙ্গ কেটে নেয়। কিন্তু এখনও ‘ক্লু’ দিতে পারছেন না পরিবারের সদস্যরা। মৃতের কাকার ছেলে তাপস হাজরা জানান, তাঁর পরিবারের অনেক সদস্য কর্ম সূত্রে বাইরে থাকেন। তাঁরা ফিরে আসার পর আলোচনা করে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন।

Next Article