Hanskhali Physical Assault Case: হাঁসখালিকাণ্ডে চার্জশিট পেশ সিবিআইয়ের, নাম রয়েছে সেই প্রভাবশালী তৃণমূল নেতার, নাম আছে ছেলেরও

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2022 | 9:01 PM

Nadia: গত এপ্রিল মাসে নদিয়ার হাঁসখালিতে নৃশংস ঘটনা ঘটে। জন্মদিনের পার্টিতে ডেকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে।

Hanskhali Physical Assault Case: হাঁসখালিকাণ্ডে চার্জশিট পেশ সিবিআইয়ের, নাম রয়েছে সেই প্রভাবশালী তৃণমূল নেতার, নাম আছে ছেলেরও
হাঁসখালি তদন্তে সিবিআই।

Follow Us

নদিয়া: হাঁসখালিকাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। এই চার্জশিটে মোট ৯ জনের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলের নাম। নাম রয়েছে প্রভাবশালী তৃণমূল নেতারও। চার্জশিটে সিবিআই আদালতে জানিয়েছে, মূলত তিন অভিযুক্ত ঘটনার দিন নাবালিকাকে নেশার দ্রব্য খাইয়ে সংজ্ঞাহীন করে গণধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে পরে তার বাড়ির লোকেদের হুমকি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া আটকায়। পরদিন সকালে মৃত্যু হয় মেয়েটির। তখন ময়নাতদন্ত না করে দেহ দাহ করে দেয়। রানাঘাট পকসো আদালতে এই চার্জশিট জমা পড়ে শুক্রবার।

গত এপ্রিল মাসে নদিয়ার হাঁসখালিতে নৃশংস ঘটনা ঘটে। জন্মদিনের পার্টিতে ডেকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ধর্ষণের পর নাবালিকাকে বাড়িতে ফেলে অভিযুক্তরা চম্পট দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই নাবালিকার রাতেই মৃত্যু হলে কাউকে কিছু না জানিয়ে দাহ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় এলাকার এক তৃণমূল নেতার ছেলের। অভিযোগ, বাবার প্রভাবকে কাজে লাগিয়ে ওই নাবালক ছেলে এই ঘটনা ঘটায়। এই ঘটনার দিন পাঁচেক পর বিষয়টি সামনে আসে।

নির্যাতিতার পরিবারের অভিযোগ ছিল, বিকাল চারটে নাগাদ মেয়ে বন্ধুর বাড়িতে যাচ্ছে বলে বের হয়। সেদিন সন্ধ্যা সাতটা নাগাদ একটি মেয়ের সঙ্গে বাড়িতে ফেরে। তারপরই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তবে ওই মহিলা মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে বলে যান, যাতে তাকে নার্সিংহোম কিংবা প্রাইভেট চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ততক্ষণে তলপেটের ব্যথায় কার্যত অচৈতন্য হয়ে পড়ে ওই নাবালিকা। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন, নাবালিকার অবস্থা সঙ্কটজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এরপরই ধীরে ধীরে গোটা ঘটনা জানতে পারে তারা। কিন্তু ততক্ষণে মেয়ের পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে পড়ে। এরপরই তার মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্ত করবে সিবিআই। সেই তদন্তেরই চার্জশিট জমা পড়ল এদিন।

Next Article