Nadia Murder: রাতারাতি সিঁড়ির পাশে বাথরুম তৈরি করাতেই সন্দেহ, কংক্রিটের মেঝের নীচেই বউকে রেখেছিলেন যুবক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 04, 2022 | 11:44 AM

Nadia Murder: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিন পনেরো আগে আচমকাই মাম্পির খোঁজ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। রবীন্দ্রনাথকে এই নিয়ে একাধিকবার প্রশ্নও করেছিলেন।

Nadia Murder:   রাতারাতি সিঁড়ির পাশে বাথরুম তৈরি করাতেই সন্দেহ, কংক্রিটের মেঝের নীচেই বউকে রেখেছিলেন যুবক
নদিয়ায় স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: কিছুদিন আগেই বাড়িতে সিঁড়ির পাশে বাথরুম তৈরি করেছিলেন বছর পঁয়ত্রিশের যুবক। আর পাঁচ জন গ্রামবাসীর বাড়িতেও নির্মাণ কাজ হয়, কিন্তু সন্দেহ হয় না কারোরই। কিন্তু এক্ষেত্রে গ্রামবাসীদের মনে উঠে আসছিল একাধিক প্রশ্ন। যেদিন বাড়িতে আচমকাই বাথরুম তৈরি করেছিলেন যুবক, তার কিছুদিন আগে থেকেই অদ্ভূতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী। কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন, কোনও উত্তরই সঠিকভাবে দিচ্ছিলেন না যুবক। তারপরই রহস্য উদঘাটন! স্ত্রীকে খুন করে নিজের বাড়ির সিঁড়ির নীচে পুঁতে ঢালাই করে তার ওপর বাথরুম তৈরি করে ফেলেছেন যুবক! অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার ধানতলার শঙ্করপুর গ্রামে। মৃতার নাম মাম্পি রায় (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবীন্দ্রনাথ রায় পেশায় দিনমজুর। সারাদিন নেশা করেই দিন কাটত তাঁর। আর তা নিয়েই বাড়িতে ঝামেলা। একই কারণে ঘর ছেড়েছেন তাঁর আগের দুই বউ। তারপর কয়েক বছর আগে এলাকারই আরও এক মেয়েকে বিয়ে করেন। কিন্তু সেই একই কারণে অশান্তি লেগে থাকত পরিবারে। আয় না করলেও সঞ্চয় থেকে টাকা নিয়ে গিয়ে নেশা করতেন রবীন্দ্রনাথ। প্রতিবেশীরাও তাঁদের অশান্তির কথা জানতেন।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিন পনেরো আগে আচমকাই মাম্পির খোঁজ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। রবীন্দ্রনাথকে এই নিয়ে একাধিকবার প্রশ্নও করেছিলেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, সঠিকভাবে কোনও উত্তরই দিচ্ছিলেন না রবীন্দ্রনাথ। কথা এড়িয়ে যাচ্ছিলেন, কখনও আবার এলেমোলো যুক্তিহীন কথা বলছেন বলে দাবি প্রতিবেশীদের। ফলে সন্দেহ গাঢ় হতে থাকে।

এরই মধ্যে বাড়িতেই নেশার আসর বসান রবীন্দ্রনাথ। তখনই ফাঁস হয় আসল তথ্য। নেশার ঘোরেই রবীন্দ্রনাথ বন্ধুদের বলে দেন, তিনি তাঁর স্ত্রীকে খুন করে সিঁড়ির নীচে পুঁতে রেখেছেন। তারপর আবার কংক্রিটের বাথরুমও বানিয়ে ফেলেছিলেন। প্রথমে বিশ্বাস হয়নি বন্ধুদের। কিন্তু খটকা লাগায় তাঁরা থানায় খবর দেন। পরে ধানতলা থানার পুলিশ এবং রানাঘাট ২ নম্বর বিডিও রাতেই ওই বাড়িতে অভিযান চালায়। মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে পুলিশ।

এই বিষয় পরিবারের কেউ তেমনভাবে মুখ না খুললেও প্রতিবেশীদের অভিযোগ, নেশা করা নিয়ে অশান্তি। তার জেরেই স্ত্রীকে খুন করে পুঁতে দিয়েছেন রবীন্দ্রনাথ। ঘটনার খবর জানাজানি হতেই রবীন্দ্রনাথ এলাকাছাড়া। এলাকায় উত্তেজনা রয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুুলিশ।

আরও পড়ুন: মার্চ থেকেই কি তাপপ্রবাহের সম্ভাবনা বাংলায়? কী স্মরণ করাচ্ছেন আবহাওয়াবিদরা?

আরও পড়ুন: ‘অফিস গোয়ার্স’দের জন্য দারুণ খবর! অ্যাপ ক্যাবের ভাড়া কমল অনেকটাই…এবার নয়া নিয়মে পয়সা উসুল যাত্রীদেরই

Next Article