AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

Nadia: বৃহস্পতিবার মধ্যরাতে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়াতেই এই ঘটনা ঘটেছে।

Nadia: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
হাসপাতালে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 7:55 PM
Share

নদিয়া: সরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগ। শ্বাসকষ্ট জানিত উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে গেলে ওই রোগের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে মারধরের অভিযোগ। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়াতেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটায় মৃত্যু হয়।

অভিযোগ, এর পরেই রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে এসে চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভাঙচুর করে সরকারি হাসপাতালের মূল্যবান জিনিসপত্র। পরিস্থিতির সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতালের কর্মরতদের। এই ঘটনায় শুক্রবার সকালে হাসপাতালে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে।

সূত্রের খবর, হাসপাতাল ভাঙচুর করার কারণে ব্যবস্থা নিতে চলেছে জেলা স্বাস্থ্য দফতর। যদিও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দিনরাত এক করে চিকিৎসা পরিষেবা দিয়ে যায় চিকিৎসক এবং নার্সরা, কিন্তু চিকিৎসকদের উপর হামলা এবং হাসপাতাল ভাঙচুর নিয়ে এখন আতঙ্কে রয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য কর্মীরা।