নদিয়া: তৃণমূলের সভায় একই মঞ্চে তেহট্টের বিধায়ক তাপস সাহা ও টিনা ভৌমিক। তাপস সাহার বক্তব্যে উঠে এল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা। বিভিন্ন সরকারি অফিসের সঠিক কাজ হচ্ছে না বলে তিনি নদিয়ার জেলা শাসক শশাঙ্ক শেঠিকে সরাসরি আক্রমণ করলেন এ দিন।
নদিয়ার জেলাশাসকের দফতরের সামনে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরে মহামিছিল ও প্রতিবাদ সভা হয়। কেন্দ্রের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির বঞ্চনা এবং অপপ্রচার সহ একাধিক দাবিতে সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। সেই সভাতেই দেখা গেল তেহট্টের বিধায়ক তাপস সাহা ও টিনা ভৌমিককে।
তাপস সাহা বলেন, “আমাদের সরকারকে অপদস্থ করার চেষ্টা চলছে। আমাদের ডিএম ঘুমিয়ে আছেন। নদিয়ায় কী চলছে খোঁজখবর রাখেন বলে মনে হয় না। আমার ধারনা গৈরিকিকরণের দিকে যাচ্ছেন।” প্রসঙ্গত, সম্প্রতি তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিককে কড়া নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। টিনার লাগামহীন অভিযোগের ভিত্তিতেই বিপদে পড়েছেন তাপস বলে অভিযোগ। আবার তাপসের পাল্টা আক্রমণে টিনার পরিবর্তে দলের ভাবমূর্তি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই দু’জন নেতা–নেত্রী নিজেদের মধ্যের বিরোধ প্রকাশ্য সংবাদমাধ্যমে তুলে ধরছিলেন। তবে এ দিনের সভায় দুজনই উপস্থিত ছিলেন।