কৃষ্ণনগর: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক। অভিযুক্তদের আজ গ্রেফতার করল কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও এক যুবক এখনও বেপত্তা। তার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, বছর চৌদ্দোর এক নাবালিকা তার মায়ের সঙ্গে থাকতো। বাবা না থাকায় মা পরিচারিকার কাজ করে সংসার চালায়। চলতি মাসের ২৫ তারিখ টিউশনে গিয়ে আর বাড়ি ফেরে না সে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাঁকে। পরের দিন বিধ্বস্ত অবস্থায় নাবালিকা বাড়ি ফেরে।
পরে সে বাড়ি ফিরে মাকে সব ঘটনা বলে। যে দেবাশীষ নামে ওই যুবক জোর পূর্বক শম্বুনগরে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করে। এরপর নাবালিকার মা থানায় অভিযোগ জানায়,পুলিশ গতকাল রাতে তিনজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ৩৭৬ডিএ পকসো ৫জি/বি ধারায় অভিযোগ এনে অভিযুক্তদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য তদন্ত কারী অফিসার অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করেন।
এদিকে, গতকাল উত্তর দিনাদপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির করার অভিযোগ ওঠে, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখিয়ে তালাবন্ধ করে রাখার অভিযোগ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। রায়গঞ্জ ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, ওই স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল ও ভর্তির বিষয়ে ডাকা হয়েছিল। অন্যান্য শিক্ষকরা স্কুল কক্ষের বাইরে সেই সময় কাজ করছিলেন। আর সেই সুযোগেই প্রধান শিক্ষক এক ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।
এদিকে ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মাকে সব বলতেই বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসীরা একত্রিত হয়ে তৎক্ষণাত ওই প্রধান শিক্ষককে স্কুল ঘরের বাইরে থেকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে শিক্ষককে উদ্ধার করে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসী ও শিশুর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। যদিও, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।
আরও পড়ুন: Ranaghat Road Accident: ঝড়ের গতিতে আসা বাস পাল্টি খেয়ে পড়ল রাস্তায়! মর্মান্তিক পরিণতি যাত্রীদের