নদিয়া : রাতভর বিধায়কের বাড়িতে চলেছে সিবিআই তল্লাশি। নথিপত্র নিয়ে শনিবার সকালে আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পরই দলের নেত্রীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাঁর দাবি, তৃণমূলেরই একাংশ তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আর সেই তালিকায় সবার আগে জেলা পরিষদের সদস্যা টিনা সাহার নামই উল্লেখ করেছেন তিনি। তাপস সাহার বক্তব্য, টিনা সাহা নাকি ৪ বছরে ৪০ কোটি টাকার মালিক হয়েছেন। শুধু তাই নয়, টিনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাপস। তবে এসব অভিযোগে আমল দিচ্ছেন না টিনা। অভিযোগ প্রমাণ করার জন্য কার্যত তাপস সাহাকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
শনিবার সকালে তাপস সাহার বাড়ি ছেড়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। এরপর সংবাদমাধ্যমের সামনে তাপস সাহা দাবি করেন, সিবিআই অফিসাররা নাকি বলেছেন যে তাপস সাহা চক্রান্তের শিকার। দলের কোনও সদস্য সিবিআই-কে খবর দিয়েছেন বলেও দাবি করেন তাপস। কে দিচ্ছেন খবর? তাপস সাহা বলেন, ‘জেলা পরিষদের সদস্যা টিনা সাহা। যিনি ৪ বছরে ৪০ কোটি টাকার মালিক হয়েছেন, যাঁর দুবার জন্ম। পৃথিবীকে এমন আর কেউ নেই। ওঁর ডিগ্রি হিসেবে লেখা থাকে এমএ পাশ। অথচ পৃথিবীর ইতিহাসে সেই ইউনিভার্সিটি তৈরি হয়নি।’
TV9 বাংলার মুখোমুখি হয়ে টিনা সাহা বলেন, ‘উনি আমাদের পরিবার সম্পর্কে খুব ভালভাবে জানেন। উনি কি আমার বিনা বেতনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, যে টাকার হিসেব রেখেছেন?’ তাপস সাহাকে কার্যত চ্যালেঞ্জ ছু়ড়ে টিন আরও বলেন, ‘যদি সত্যিটা বের করতে চান, তাহলে সংবাদমাধ্যমের সামনে মুখ না খুলে আয়কর দফতরকে নিয়ে আমার বাড়ি রেড করান। ধৈর্য ধরুন, সব সত্য উদঘাটন হবে।’
সিবিআই তল্লাশির আগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্ত করেছিল তাপস সাহার বিরুদ্ধে। সেটাও টিনার ষড়যন্ত্র বলে আগেই দাবি করেছিলেন বিধায়ক। তিনি দাবি করেছিলেন, দুর্নীতি দমন শাখার কোনও অফিসার নাকি উপঢৌকন দিয়েছিলেন টিনাকে। টিনা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বলেও দাবি তাপস সাহার।
শুক্রবার রাতভর তল্লাশির পর বেশ কিছু নথি নিয়ে তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা।