SSC Scam: সাত-সকালে তৃণমূল নেত্রীর বাড়িতে CBI

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 22, 2023 | 11:39 AM

Iti Sarkar: শুক্রবার থেকে তেহট্ট বিধানসভায় তল্লাশি অভিযান চালু করে সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে তেহট্টের বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালান তাঁরা। এরপর গোয়েন্দারা ১৫ ঘণ্টা পর পৌঁছন নদিয়ার বয়ারবান্ধায়।

SSC Scam: সাত-সকালে তৃণমূল নেত্রীর বাড়িতে CBI
তৃণমূল নেত্রী ইতি সরকার (নিজস্ব চিত্র)

Follow Us

তেহট্ট: নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই-এর (CBI) ১৫ ঘণ্টা তল্লাশি। এরই মধ্যে আবার তাঁর ঘনিষ্ঠ আর এক তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। সূত্রের খবর, ইতি স্থানীয় পঞ্চায়েতের সদস্য। শনিবার সাত সকালে আসতুল্লানগরে ওই তৃণমূল নেত্রীর বাড়িতে পৌঁছন গোয়েন্দারা।

শুক্রবার থেকে তেহট্ট বিধানসভায় তল্লাশি অভিযান চালু করে সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে তেহট্টের বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালান তাঁরা। গোয়েন্দারা ১৫ ঘণ্টা পর পৌঁছন নদিয়ার বয়ারবান্ধায়। সেখানে তাপস ঘনিষ্ঠ অপর তৃণমূল নেতা প্রবীর কয়ালের বাড়িতে যান তাঁরা। সেখান থেকে গোয়েন্দারা সটান পৌঁছন আসতুল্লানগরে ইতি সরকারের বাড়িতে। বর্তমানে সেখানেই তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

কে ইতি সরকার?

সূত্রের খবর, ইতি সরকার স্থানীয় পঞ্চায়েত সদস্যের পাশাপাশি তিনি এলাকারই একটি স্কুলে চাকরি করেন। সরকারি ওই স্কুলটির পোশাক সরবরাহ এবং পোশাক তৈরির কাজের দায়িত্বে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিজেদের হাতে পেতেই তৎপর কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা (CBI)। গতকাল তারা হানা দে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (TMC MLA Tapas Saha) বাড়িতে। দীর্ঘক্ষণ তাঁর বাড়ির ভিতরেই থাকেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অফিসাররা। বাড়িতে গিয়েই প্রথমেই বিধায়কের ফোন সিজ করে নেন তদন্তকারী অফিসাররা। এরপর তাপসকে সঙ্গে নিয়েই তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই-এর তদন্তকারী দল।

Next Article