TMC Group Clash: ‘বিজেপিকে অতিরিক্তি সুবিধা পাইয়ে দিচ্ছেন’, তৃণমূলের জেলা সভাপতিকে ঘিরে লাগাতার বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 07, 2022 | 7:54 PM

Nadia: আজ নদিয়ার রানাঘাটে তৃণমূলের একটি দলীয় অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতির রত্না ঘোষ কর।

TMC Group Clash: বিজেপিকে অতিরিক্তি সুবিধা পাইয়ে দিচ্ছেন, তৃণমূলের জেলা সভাপতিকে ঘিরে লাগাতার বিক্ষোভ
তৃণমূল কর্মীদের বিক্ষোভ (নিজস্ব ছবি)

Follow Us

রানাঘাট: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রানাঘাট জেলা সভাপতি রত্না ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের। শনিবার রানাঘাটে তৃণমূল কংগ্রেসের রানাঘাট জেলা সভাপতি রত্না ঘোষকে ঘিরে ধরে এই বিক্ষোভ দেখানো হয়।

আজ নদিয়ার রানাঘাটে তৃণমূলের একটি দলীয় অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতির রত্না ঘোষ কর। তিনি অনুষ্ঠানে উপস্থিত হলেই তাঁকে ঘিরে বিভিন্ন ধরনের পোস্টার লিখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডার জেরে উত্তেজনা চরমে ওঠে। একটা সময় পুলিশের সামনেই প্রায় হাতাহাতি চরম পর্যায়ে চলে যায় দুই পক্ষের। এদিনের, অনুষ্ঠানে রত্না ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, প্রাক্তন সভাধিপতি বাণী কুমার রায়, বর্তমান সভাধিপতি রিক্তা কুণ্ডু ও শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, রত্না ঘোষ কর তৃণমূল কর্মীদের সঙ্গে বৈভব সুলভ আচরণ করছেন। তিনি একাধিক সময় বিজেপিকে সহযোগিতা করেছেন। তার নেতৃত্ব তারা মানছেন না বলে স্লোগান দিতে থাকেন। তৃণমূল কর্মী-সমর্থকদের এই স্লোগানে উত্তেজনার পারদ চড়তে থাকে।

বস্তুত, যেমনটা লক্ষ্য করা গিয়েছিল শুক্রবার কোতোয়ালি থানা ভাতজাংলা পঞ্চায়েতর একটি অনুষ্ঠানে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আসার আগেও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখেছিলেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ ছিল মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিরা এলাকায় সাধারণ মানুষদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে এবং হামলা চালাচ্ছে।

গোটা ঘটনার বিষয়ে রত্না ঘোষ কর বলেন, ‘আমাদের যে মিটিং করার কথা ছিল তা আমরা করেছি। কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছে। এই কাজ যারা করেছে তারা কার তা আগামী দিনে দল সিদ্ধান্ত নেবে। আর এরা কারা আগামীদিনে জানা যাবে।’ বিক্ষুব্ধ এক নেত্রী বলেন, “এক সময় যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য চেষ্টা করেছিল। তাদেরকেই সামনের সারিতে রাখা হচ্ছে। অপরদিকে, যারা কাজ করেছে দলের জন্য তাদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।”

 

Next Article