AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: বাড়ছে ভোটের উত্তাপ, এবার নদিয়ায় সভা মমতার

Mamata Banerjee will do rally in Nadia: এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক সভা করেন মতুয়াগড় উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এরপর সভা করেন মালদহ ও মুর্শিদাবাদে। এসআইআর নিয়ে কোনওরকম উদ্বেগ না করার জন্য সাধারণ মানুষকে বার্তা দেন তিনি। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস দেন।

Mamata Banerjee: বাড়ছে ভোটের উত্তাপ, এবার নদিয়ায় সভা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media
| Edited By: | Updated on: Dec 06, 2025 | 2:48 PM
Share

নদিয়া: পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে মাস কয়েক বাকি। ভোটের উত্তাপ অবশ্য এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দলগুলির চাপানউতোর বাড়ছে। রাজ্যে এখন আবার এসআইআরের কাজ চলছে। এই আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা শুরু করেছেন। এবার নদিয়ায় সভা করবেন তিনি। আগামী ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর। সেই সভার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে আসেন এডিজি সাউথ বেঙ্গল-সহ কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ও অন্য পুলিশ আধিকারিকরা। 

এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক সভা করেন মতুয়াগড় উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এরপর সভা করেন মালদহ ও মুর্শিদাবাদে। এসআইআর নিয়ে কোনওরকম উদ্বেগ না করার জন্য সাধারণ মানুষকে বার্তা দেন তিনি। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। প্রত্যেকটি সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, তিনি ভোটের রাজনীতি করেন না। মানুষের রাজনীতি করেন।

এই ৩ জেলার পর আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে সভা রয়েছে মমতার। ওই সভার ২ দিন পরই নদিয়ায় সভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। যদিও এ বিষয়ে পুলিশ এখনই মুখ খুলতে চাইছে না। জেলা পুলিশের কর্তারা জানাচ্ছেন, কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে এখনও সরকারিভাবে কোনও নির্দেশিকা আসেনি।

Mamata Banerjee Rally In Nadia (1)

কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ পরিদর্শন পুলিশের

আনুষ্ঠানিকভাবে মমতার সভার কথা জানানো না হলেও এদিন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের নিরাপত্তা খতিয়ে দেখেন পুলিশের শীর্ষ কর্তারা। কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, প্রবেশ পথের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন। নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ। রাজনীতির কারবারিবার বলছেন, বনগাঁর পাশাপাশি নদিয়াতেও মতুয়াদের একটা বড় অংশ বসবাস করেন। ফলে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা থেকে মমতা কী বার্তা দেন, সেটাই দেখার।