Ranaghat: ‘BJP-কে ভোট দিয়ে ভুল করেছি’, মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়ার ভিডিয়ো পোস্ট TMC সাংসদের
Ranaghat: সামিরুলের পোস্ট করা ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, "যাঁরা ধরা পড়েছে তাঁদের আধার কার্ড-ভোটার কার্ড সবই রয়েছে। তারপরও তাদের মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে।

রানাঘাট: কলকাতা: ‘বাঙালি বাংলা ভাষায় কথা বলবে না? বাংলায় কথা বললেই পুশব্যাক? বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে…।’ শুধু তাইন নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে বিধানসভার অধিবেশন চলাকালীন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, একাধিক রাজ্যে থেকে বাঙালিদের আটকে রাখার অভিযোগ প্রকাশ্যে আসছিল। এই আবহের মধ্যে এবার রানাঘাটের দুই মতুয়া ভাইকে ছমাস ধরে মহারাষ্ট্রে আটকে রাখার অভিযোগ প্রকাশ্যে। বিজেপিকে ভোট দিয়েও বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অভিযোগ। তাঁদের সেই ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের।
এ দিন সামিরুল একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, রানাঘাটের বাসিন্দা নিশিকান্ত দুবের দুই ছেলে মণিশঙ্কর ও নয়ন মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ছ’মাস ধরে সেই রাজ্যের পুলিশ আটকে রেখেছে। নিশিকান্ত জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার বিজেপিকে ভোট দিয়েছিলেন।
সামিরুলের পোস্ট করা ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “যাঁরা ধরা পড়েছে তাঁদের আধার কার্ড-ভোটার কার্ড সবই রয়েছে। তারপরও তাদের মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে। তাই আমরা মমতাদির কাছে হাতজোড় করে অনুরোধ করছি যাতে এই ছেলে দুটোর সুরাহা হয়। কারণ এই ছেলে দুটোর মায়ের ব্রেনস্ট্রোক হয়েছিল। গ্রামবাসীদের সাহায্যে ওর চিকিৎসা চলছে। ছেলে দুটো কাজের জন্য বাইরে…দিদির কাছে অনুরোধ যদি ছাড়িয়ে আনা যায়। আমরা বিশেষ করে মতুয়ারা প্রধানমন্ত্রী ও বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি।”
বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আবার দাবি, কী অভিযোগে গ্রেফতার তাও জানা যায়নি। টিভি ৯ বাংলাকে তিনি বলেন, “মতুয়ার দায়িত্ব সামিরুলকে নিতে হবে না। ওদের দায়িত্ব নেওয়ার জন্য জনতা পার্টি আছে। কী অভিযোগ গ্রেফতার হয়েছে তা কেউ জানে না।” বস্তুত, বরাবরই পদ্মশিবির মতুয়া, রাজবংশী ভোটের দিকে বিশেষ নজর দেয়। ছাব্বিশের ভোটের আগে যখন বারেবারে এ রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, ঠিক তার আগে সামিরুলের এই পোস্ট নিতান্তই রাজনৈতিক জল্পনা বাড়চ্ছে।

