TMC: ঘেঁটুগাছিতে দিদির দূত হয়ে পৌঁছাতেই জ্যোতিপ্রিয়র সামনে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 12, 2023 | 10:47 PM

Jyotipriyo Mullick: মন্ত্রীকে সামনে পেয়েই তাঁকে ঘিরে ধরে নিজেদের সেই ক্ষোভের কথা শোনাতে শুরু করেন এলাকাবাসীরা। পাশাপাশি আবাসের তালিকা নিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা।

TMC: ঘেঁটুগাছিতে দিদির দূত হয়ে পৌঁছাতেই জ্যোতিপ্রিয়র সামনে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
নদিয়ায় জ্যোতিপ্রিয় মল্লিক

Follow Us

চাকদহ: দিদির দূত (Didir Doot) হয়ে গ্রামে গ্রামে প্রচারে বেরোচ্ছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। সেইরকমই এদিন নদিয়ার ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। সেখানে সহিষপুর গ্রামে যেতেই তাঁর সামনে ক্ষোভে ফেটে পরেন এলাকাবাসীরা। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। এদিন মন্ত্রীকে সামনে পেয়েই তাঁকে ঘিরে ধরে নিজেদের সেই ক্ষোভের কথা শোনাতে শুরু করেন এলাকাবাসীরা। পাশাপাশি আবাসের তালিকা নিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা।

ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সামনে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। আবাস যোজনা,বাধ‍ক‍্য ভাতা, বিধবা ভাতা থেকে সহ অন‍্যান‍্য সুযোগ সুবিধার বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ওই এলাকার গ্রামবাসীদের। মন্ত্রী অবশ্য নিজেই তারপর পরিস্থিতি সামাল দেন। গ্রামবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এমনকী ঘটনাস্থল থেকেই সরাসরি ফোন করে জেলার আধিকারিকদের ফোনও করেন বলে জানা গিয়েছে। যখন গ্রামবাসীরা এই ক্ষোভপ্রকাশ করছিলেন, সেই সময় মন্ত্রীর পাশেই ছিলেন চাকদহ ব্লক সভাপতি দিলীপ সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার সহ অন‍্যান‍্য আধিকারিকরা।

এদিকে এই বিষয়টি নিয়ে টিভি নাইন বাংলার তরফে মন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অবশ্য জানান, বিষয়টি স্থানীয় স্তরের একটি অভিযোগ ছিল। তিনি বলেন, “আমি সেখানে গিয়ে পৌঁছানোর আগেই স্থানীয় উপপ্রধানের সেখানকার এক মহিলার ঝামেলা হয়েছিল। আমি গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে ঝামেলা মিটিয়ে দিই।” মন্ত্রী আরও স্পষ্ট করে জানান, গ্রামবাসীদের এই বিক্ষোভ তাঁকে কেন্দ্র করে নয়, ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে কেন্দ্র করেই এই বিক্ষোভ ছিল।

তবে বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি শিবির। রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার বলেন, “গরিব মানুষের জন্য প্রকল্পের টাকা আত্মস্যাৎ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। সেই কারণে বেশিরভাগ মানুষ আজ ক্ষুব্ধ। এই পরিস্থিতি ড্যামেজ কন্ট্রোলে দিদির দূত নামে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। মানুষ তাদের ক্ষোভের কথা তাঁদের কথা জানিয়েছেন। কুণাল ঘোষ থেকে শুরু করে অনেকে এই ক্ষোভের মুখে পড়ছেন। কথায় আছে, ঠেলার নাম বাবাজি। ফাঁদে পড়ে আজ বগারা ক্রন্দন করছেন।”

Next Article