Abhishek Banerjee: ‘আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন’, প্রধানকে সময়ও বেঁধে দিলেন অভিষেক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 17, 2022 | 7:26 PM

Nadia: তাতলা-১ গ্রামপঞ্চায়েতের ধনিচার মহানালা গ্রাম। এদিন সেই গ্রামেরই প্রধানকে ইস্তফা দিতে বলেন অভিষেক।

Abhishek Banerjee: আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, প্রধানকে সময়ও বেঁধে দিলেন অভিষেক
রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডানদিকে পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম দে।

Follow Us

নদিয়া: প্রধান কোনও কাজ করেন না বলে অভিযোগ তুলেছিলেন গ্রামের লোকেরা। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথির সভা থেকে মারিশদার এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৭ ডিসেম্বর ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল নদিয়ার রানাঘাটে। তাতলা-১ গ্রামপঞ্চায়েতের ধনিচার মহানালা গ্রাম। এদিন সেই গ্রামেরই প্রধানকে ইস্তফা দিতে বলেন অভিষেক। কিন্তু কেন? দিন চারেক আগে অভিষেকের কাছে অভিযোগ আসে, এই গ্রামে পঞ্চায়েতের দেখা মেলে না প্রায় চার বছর হয়ে গেল। এরপরই প্রতিনিধি পাঠান অভিষেক। খোঁজ খবর নিয়ে এদিন মঞ্চ থেকে জানিয়ে দেন, পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম দে-কে ইস্তফা দিতে হবে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দু’ চারদিন আগে খবরটা আমার কাছে এসেছিল। তারপর খোঁজ খবর করি। দেখলাম খবরটা সত্যি। চাকদা পার করে রানাঘাট ঢোকার মুখে তাতলা-১ গ্রামপঞ্চায়েতের ধনিচার মহানালা গ্রাম। তাতলা-১ গ্রামপঞ্চায়েতের প্রধান আছেন এখানে? আমি প্রধানকে জিজ্ঞাসা করব এই গ্রামে আপনি শেষ কবে গিয়েছিলেন? এই যে ধনিচা পাড়া তাতলা-১ পঞ্চায়েত এখানে বেশ কিছু তফশিলি জাতিভুক্ত পরিবার থাকে। তাঁরা একটা অভিযোগ আমার কাছে পাঠিয়েছিল। আমি চারজনের একটা দলকে পাঠিয়েছিলাম তাঁদের সঙ্গে কথা বলতে। প্রধানের দেখা নেই, চার বছর হয়ে গেল। তিনি প্রধান থাকবেন কেন? সোমবারের মধ্য়ে ইস্তফা পাঠাবেন। প্রধানের নাম পার্থপ্রতিম দে। পার্থবাবু আপনি যদি আমার কথা শুনতে পান, কান শুনে খুলে রাখুন, মানুষ সার্টিফিকেট দিলে তবে আপনি প্রধান। আর সার্টিফিকেট না দিলে আপনি প্রধান নন। মানুষ সার্টিফিকেট দেননি, মানুষের জন্য আপনি কাজ করেননি। চার বছরে আপনি যদি মহানালা গ্রামে একবারও না যান আপনার প্রধানের চেয়ারে বসার কোনও অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন।”

একইসঙ্গে অভিষেক বার্তা দেন, প্রধানরা কাজ না করলে তার দায় ব্লক সভাপতিও এড়িয়ে যেতে পারবেন না। অভিষেকের সতর্কবার্তা, “প্রধানের বিরুদ্ধে কোনও ক্ষোভ অভিযোগ যদি পৌঁছয়, সরাসরি তাঁর প্রভাব কিন্তু ব্লক সভাপতির উপর পড়বে। আজ বলে দিয়ে গেলাম। প্রধান ইস্তফা পাঠাবেন এবং নতুন প্রধান হবেন। কে হবেন, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। আপনারা বুঝতেই পারছেন, আমার কাছে খবর আসছে। আমি সেগুলি খতিয়ে দেখছি। আজ তো ফোন নম্বরও দিয়ে গেলাম। আমার আর আপনার সামনে যাঁরা পাঁচিল তুলে দাঁড়িয়েছিলেন, সেটা ভেঙে দিয়ে গেলাম।”

 

Next Article