নদিয়া: দীর্ঘদিন ধরেই বাড়িতে থাকেন না স্বামী। দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন তাঁর স্ত্রী। এরপর আচমকা ঘটে গেল বিপত্তি। রাত্রিবেলা ঘরে ঢুকে মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। এরপর প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়।
নদিয়ার হরিণঘাটা থানার বিরহী ১নম্বর পঞ্চায়েতের অধীনে পাঁচপোতা পশ্চিমপাড়া এলাকার ঘটনা। সেখানে সাহানারা বিবি নামে মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার স্বামীর নাম যাবেদ বিশ্বাস। শ্বশুর সাহাবুদ্দিন বিশ্বাস।
স্থানীয় সূত্রে খবর, মৃতার স্বামী পেশায় গাড়ির চালক। তিনদিন ধরে তিনি বাড়িতে নেই তিনি। তাঁদের একটি দেড় বছরের পুত্র সন্তান রয়েছে। হঠাৎ করে রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁর ঘরের মধ্যে ঢুকে খুনের চেষ্টা করা হয়। এরপর ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ও এলাকাবাসী। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি করে গৃহবধূকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে ডাক্তাররা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত তিনদিন ধরে ওনার স্বামী বাইরে। বাড়িতে আসেন না। এরপর রাত্রিবেলা আমরা চিৎকার শুনতে পাই। সেই সময় আচমকা গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মেঝেতে ছটফট করছেন উনি। তবে কে খুন করেছে বলতে পারব না। কারণ আমরা আসার আগেই কেউ বা কারা মেরে রেখে দিয়ে চলে গেছে। বাচ্চাটা ঘরে শুয়েছিল খাটের উপর। এরপর মহিলাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই।’