Nadia: ছাগল কিনতে গিয়ে মালকিনের সঙ্গে প্রেম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীঘরে যুবক
Nadia: চাপড়া থানার বাঙালঝি গ্রামে ছাগলের ব্যবসা করেন ওই ব্যক্তি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাগল কেনেন। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি হুদা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহস্থ বাড়িতে ছাগল কিনতে গিয়েছিলেন তিনি।

চাপড়া: ছাগল কিনতে গিয়ে মালকিনের সঙ্গে প্রেম! ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। সেখান থেকে শারীরিক সম্পর্ক। কিন্তু, কে জানতো গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ক্যামেরায় বন্দি করে রেখেছেন ওই ছাগল ব্যাপারী। শেষে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই টের পান মহিলা। সোজা চলে যান থানায়। ইতিমধ্যেই ওই ছাগল ব্যাপারীকে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়াতেই চাপানউতোর নদিয়ার চাপড়া থানা এলাকায়।
চাপড়া থানার বাঙালঝি গ্রামে ছাগলের ব্যবসা করেন ওই ব্যক্তি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাগল কেনেন। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি হুদা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহস্থ বাড়িতে ছাগল কিনতে গিয়েছিলেন তিনি। সেখানেই মালকিনের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তা ধীরে ধীরে মোড় নেয় শারীরিক সম্পর্কের দিকে। একাধিকবার তাঁদের মধ্যে সহবাসও হয় বলে জানা যাচ্ছে। কিন্তু ওই মহিলার অজান্তেই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে মোবাইলে তুলে রাখে। ভিডিয়োও তোলে।
অভিযোগ, সম্প্রতি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক। কিছু সময়ের মধ্যেই তা জানতে পারেন ওই মহিলা। তারপর সোজা পুলিশের দ্বারস্থ হন। চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় ওই ছাগল ব্যবসায়ীকে। শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে পাঠায় চাপড়া থানার পুলিশ।
