Birbhum TMC: ফের নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! কাজল শেখের সভায় নেই প্রাক্তন বিধায়ক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 20, 2023 | 10:08 PM

বীরভূমের নানুরে তৃণমূলের কর্মী সম্মেলনে কাজল শেখ-বিরোধী অন্যান্য নেতাদের পাশাপাশি বসতে দেখা গেলেও গরহাজির এলাকার প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা।

Birbhum TMC: ফের নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! কাজল শেখের সভায় নেই প্রাক্তন বিধায়ক
নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ও কাজল শেখ।

Follow Us

নানুর: খোদ কেষ্টর গড়েই গোষ্ঠীকোন্দল! এবার বীরভূমের নানুরে তৃণমূলের কর্মী সম্মেলনে কাজল শেখ-বিরোধী অন্যান্য নেতাদের পাশাপাশি বসতে দেখা গেলেও গরহাজির এলাকার প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। বলা যায়, কাজল শেখের কোনও অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না গদাধর হাজরাকে। যদিও প্রাক্তন বিধায়কের দাবি, আমন্ত্রণ না পাওয়ার জন্যই তিনি অনুষ্ঠানে থাকছেন না। এর জন্য সরাসরি ব্লক সভাপতির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও জেলায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি কাজল শেখের। কিন্তু, বিষয়টি নিয়ে অনুব্রতর জেলায় জোর চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, এদিনের কোন্দলের সূত্রপাত নানুরের পাকুর হাস গ্রামে তৃণমূলের কর্মী সম্মেলনকে ঘিরে। মূলত কাজল শেখের নেতৃত্বে অঞ্চল ভিত্তিক দলীয় কর্মী সম্মেলন হয় এই এলাকায়। এই সম্মেলনে অন্যান্য তৃণমূল নেতা উপস্থিত থাকলেও কাজল শেখ-বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাকে দেখা যায়নি। তবে শুধু এই সম্মেলন নয়, কাজল শেখকে বীরভূম জেলার কোর কমিটির সদস্য করার পর থেকে তিনি জেলাজুড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি করছেন। প্রায় সবকটি কর্মসূচিতেই গরহাজির থাকছেন গদাধর হাজরা। যা নিয়ে বীরভূমের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল শুরু হওয়ার জল্পনা শুরু হয়েছে।

যদিও কাজল শেখের সঙ্গে তাঁর কোনও দ্বন্দ্ব নেই বলে এদিন দাবি জানিয়েছেন গদাধর হাজরা। তবে এর জন্য তিনি সরাসরি নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। প্রাক্তন বিধায়কের কথায়, “কাজল শেখের সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব নেই, আগে ছিল। তবে ব্লক সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী করার চেষ্টা করছেন। কোনও অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন না। আর আমন্ত্রণ না জানালে আমি অনুষ্ঠানে যাব না।”

অন্যদিকে, গদাধর হাজরার সঙ্গে গোষ্ঠী কোন্দল নেই দাবি জানালেও বিস্ফোরক মন্তব্য করেছেন কাজল শেখ। তিনি বলেন, “দলকে যাঁরা ভালোবাসেন তাঁরা নিজেরাই আসছেন। কাউকে ডাকা হয় নি।” তাহলে কি প্রাক্তন বিধায়ক দলকে ভালবাসেন না? যদিও এই প্রশ্নের স্পষ্ট কোনও জবাব মেলেনি। তবে কেউ অভিমান করে থাকলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কাজল শেখ।

নানুরে তৃণমূলের ইতিহাস ফিরে দেখলে জানা যাবে, কাজল শেখ এবং বর্তমানে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা দুই গোষ্ঠী বলে পরিচিত। অতীতে দুই গোষ্ঠীর সংঘর্ষের কারণে সারাক্ষণ নানুর উত্তপ্ত হয়ে থাকত বলে অভিযোগ রয়েছে। কাজল ও গদাধর- দুই গোষ্ঠীর কারণে বহুবার বোমাবাজি ও গুলিও চলার অভিযোগও রয়েছে। পাশাপাশি গদাধর হাজরা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এদিনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন জানাতে গিয়ে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলকে দেখে দল করতেন বলে জানিয়েছেন। তবে আপাতদৃষ্টিতে জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠলেও সেটি খারিজ করে গিয়ে নানুরের প্রাক্তন বিধায়ক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে দিয়েছেন। সেই কোর কমিটির নেতৃত্বে আমরা একসঙ্গে ভোট করব ও ১১টি পঞ্চায়েতেই জয়ী হব।”

Next Article