Street Dog Care: অসুস্থ হলেই চট জলদি চিকিৎসালয়ে পৌঁছাবে অ্যাম্বুলেন্স, সারমেয়দের পরিচর্যার এক অনন্য নজির

Dec 03, 2021 | 9:18 PM

Bankura: সংস্থার একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবে যাতে অসুস্থ কুকুরদের খুব তাড়াতাড়ি তারা চিকিৎসালয়ে নিয়ে আসতে পারে।

1 / 5
মানুষের অনেক ধরনের ইচ্ছা থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার  আবার কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চায় যাতে সে সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তি রূপে বিরাজ করতে পারে কিন্তু এরকম অদ্ভুত একটি ইচ্ছা নিয়ে সংগঠন তৈরি আবার সেটি কোনও সরকারি স্বীকৃতি ছাড়াই এটাই এক অদ্ভুত ব্যাপার।

মানুষের অনেক ধরনের ইচ্ছা থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার আবার কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চায় যাতে সে সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তি রূপে বিরাজ করতে পারে কিন্তু এরকম অদ্ভুত একটি ইচ্ছা নিয়ে সংগঠন তৈরি আবার সেটি কোনও সরকারি স্বীকৃতি ছাড়াই এটাই এক অদ্ভুত ব্যাপার।

2 / 5
সাধারণত পথ কুকুরদের দিকে সেই ভাবে কেউ  নজর দেয় না। সমাজের এই উপকারী প্রাণীটি প্রকৃতির নিয়মে জন্মালেও অনেক সময় মানুষের ছোট ছোট ভুল থেকেই অকালে মৃত্যুবরণ করে। পথে-ঘাটে হামেশাই দেখা যায় বাস লরি ইত্যাদি যানবাহনে পিষে দিয়ে গেছে বা দিচ্ছে, আবার কখনো-কখনো এটাও দেখা যায় গৃহস্থের বাড়িতে মানুষজন অকারণে পথ কুকুরদের মারছে।

সাধারণত পথ কুকুরদের দিকে সেই ভাবে কেউ নজর দেয় না। সমাজের এই উপকারী প্রাণীটি প্রকৃতির নিয়মে জন্মালেও অনেক সময় মানুষের ছোট ছোট ভুল থেকেই অকালে মৃত্যুবরণ করে। পথে-ঘাটে হামেশাই দেখা যায় বাস লরি ইত্যাদি যানবাহনে পিষে দিয়ে গেছে বা দিচ্ছে, আবার কখনো-কখনো এটাও দেখা যায় গৃহস্থের বাড়িতে মানুষজন অকারণে পথ কুকুরদের মারছে।

3 / 5
ব্যতিক্রম চিত্ত কিছু দেখা যায় অবশ্য, সমাজের কিছু কিছু মানুষ এখনও পথ কুকুরদের যত্ন করে খেতে দিচ্ছে। কিন্তু সেইসব মানুষের সংখ্যা বড়ই কম। আর এসব কথা মাথায় রেখেই বিষ্ণুপুর প্রাণি সেবাশ্রমের সদস্যরা দীর্ঘদিন পথ কুকুরদের সেবায় নিয়োজিত যা এক বিরল নজিরও বটে।

ব্যতিক্রম চিত্ত কিছু দেখা যায় অবশ্য, সমাজের কিছু কিছু মানুষ এখনও পথ কুকুরদের যত্ন করে খেতে দিচ্ছে। কিন্তু সেইসব মানুষের সংখ্যা বড়ই কম। আর এসব কথা মাথায় রেখেই বিষ্ণুপুর প্রাণি সেবাশ্রমের সদস্যরা দীর্ঘদিন পথ কুকুরদের সেবায় নিয়োজিত যা এক বিরল নজিরও বটে।

4 / 5
সংগঠনের এক সদস্যের কথায় একরাশ হতাশা, কারণ তারা দীর্ঘদিন একাজ করলেও সেইভাবে মানুষের সহযোগিতা পায়নি। যেভাবে হোক সংস্থার একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবে যাতে অসুস্থ কুকুরদের খুব তাড়াতাড়ি তারা চিকিৎসালয়ে নিয়ে আসতে পারে।

সংগঠনের এক সদস্যের কথায় একরাশ হতাশা, কারণ তারা দীর্ঘদিন একাজ করলেও সেইভাবে মানুষের সহযোগিতা পায়নি। যেভাবে হোক সংস্থার একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবে যাতে অসুস্থ কুকুরদের খুব তাড়াতাড়ি তারা চিকিৎসালয়ে নিয়ে আসতে পারে।

5 / 5
প্রাণী চিকিৎসক ডাক্তার অভিজিৎ দত্তের অক্লান্ত পরিশ্রমে এবং অন্যান্যদের সহযোগিতায় বিষ্ণুপুর প্রাণী সেবাশ্রম সমাজের বুকে এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে যা সত্যিই প্রশংসনীয়।

প্রাণী চিকিৎসক ডাক্তার অভিজিৎ দত্তের অক্লান্ত পরিশ্রমে এবং অন্যান্যদের সহযোগিতায় বিষ্ণুপুর প্রাণী সেবাশ্রম সমাজের বুকে এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে যা সত্যিই প্রশংসনীয়।

Next Photo Gallery