‘ব্যাঙ্ক ম্যানেজার’এর ফোন, উধাও কলেজ ছাত্রের অ্যাকাউন্টের সব টাকা!

Dec 27, 2020 | 1:37 PM

বিষয়টি জানিয়ে বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। নম্বরটি খতিয়ে দেখা যায়, ফোনটি বিহার থেকে এসেছিল। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

ব্যাঙ্ক ম্যানেজারএর ফোন, উধাও কলেজ ছাত্রের অ্যাকাউন্টের সব টাকা!
ব্যাঙ্ক জালিয়াতির শিকার কলেজ ছাত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন, এরপর এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে বলে পিন নম্বর চেয়ে নেওয়া, ফের অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ টাকা হাতিয়ে নেওয়া- আরও একবার জালিয়াতির শিকার হলেন এক কলেজ ছাত্র। বসিরহাটের (Basirhat) পশ্চিম দণ্ডিরহাট এলাকার ঘটনা।

বসিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহীন আক্তার মণ্ডলের কাছে কয়েকদিন আগে একটি ফোন আসে। শাহীনের বক্তব্য, এক ব্যক্তি ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে। তাঁর কাছে এটিএম কার্ডের পিন জানতে চান। বিশ্বাস করে নম্বর বলে দেন শাহীন।

আরও পড়ুনআজ মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা ১১.২

তার কিছুক্ষণের মধ্যে তাঁর ফোনে একটি মেসেজ ঢোকে। দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরই তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। বিষয়টি জানিয়ে বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। নম্বরটি খতিয়ে দেখা যায়, ফোনটি বিহার থেকে এসেছিল। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Next Article