সারদা, নারদে তো আরও নাম আছে ও পালাল কেন? নাম না করে শুভেন্দুকে তোপ জ্যোতিপ্রিয়র

Dec 29, 2020 | 5:51 PM

জ্যোতিপ্রিয় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনও ভুল কথা বলেননি। নাম আমি বলছি না। কিন্তু সারদা, নারদে টাকা নেওয়ার অভিযোগ তো অনেকেরই বিরুদ্ধে রয়েছে। সবাই তো পালিয়ে যাননি। ও পালাল কেন?

সারদা, নারদে তো আরও নাম আছে ও পালাল কেন? নাম না করে শুভেন্দুকে তোপ জ্যোতিপ্রিয়র
ফাইল ছবি।

Follow Us

উত্তর ২৪ পরগনা: নারদ কাণ্ড কিংবা সারদা মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার। কিন্তু তাঁরা কেউ ‘পালিয়ে’ যাননি। ‘ও পালাল কেন?’ নাম না করে এভাবেই শুভেন্দু অধিকারীর দিকে কটাক্ষের বাণ ছুড়ে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick)। ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তোপ দেগেছিলেন, এদিন তারই যথার্থতা বোঝালেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন, ওনার কোনও নীতিকথা শুনব না’

মঙ্গলবার এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনও ভুল কথা বলেননি। নাম আমি বলছি না। কিন্তু সারদা, নারদে টাকা নেওয়ার অভিযোগ তো অনেকেরই বিরুদ্ধে রয়েছে। সবাই তো পালিয়ে যাননি। ও পালাল কেন? তার মানে সারদা, নারদ নয় তার সঙ্গে আরও রয়েছে। হলদিয়া পোর্ট, ইনকাম ট্যাক্স, প্রচুর সম্পত্তি করেছে এরা।”

বিজেপিতে যোগদানের পরই বিভিন্ন সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। নাম না করে বারবার তোলাবাজির দোষে দুষ্ট করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। এরপর গত রবিবারই এর পাল্টা তোপ ছোড়েন অভিষেক। ডায়মন্ড হারবারের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, “নারদায় তো খবরের কাগজে মুড়ে টাকা নিতে তোমাকে দেখা গিয়েছে। সারদা কাণ্ডে সিবিআইয়ের খাতায় তো তোমার নাম। আমি সারদায়ও নেই, নারদায়ও নেই। তাহলে তোলাবাজ আমি কি করে হলাম?”

আরও পড়ুন: নন্দীগ্রামে আসার পথে শুভেন্দু-অনুগামীদের বাসে হামলা, ‘নিখোঁজ’ বেশ কয়েকজন মহিলা

এদিন অভিষেকের এই যুক্তিকেই সমর্থন করে এক ধাপ এগিয়ে জ্যোতিপ্রিয় বলেন, অভিযোগ অনেকের নামেই রয়েছে। কিন্তু পালিয়ে যায়নি কেউ। যে পালিয়েছে তার নিশ্চয়ই আরও বড় ভয় আছে।

Next Article