‘উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন, ওনার কোনও নীতিকথা শুনব না’
বিজেপি সাংসদের কথায়, "দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশের মানুষের দুঃখ কষ্ট দুর্ভিক্ষে নেই, আমপানে নেই, মহামারীতে নেই। তাঁদের এই ধরনের নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই।"
কলকাতা: ধর্মান্তকরণ প্রতিরোধী আইন নিয়ে সোমবারই সরব হয়েছিলেন অমর্ত্য সেন (Amartya Sen)। ‘লভ’ শব্দের সঙ্গে কোনওভাবেই ‘জিহাদ’কে মেলানো যায় না বলেই মনে করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কিন্তু বিজেপি যে মোটেই এসব ‘নীতিকথা’র তোয়াক্কা করে না তা আরও একবার বুক ঠুকে জানিয়ে দিলেন দলীয় সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা দিলীপের কটাক্ষ, ‘উনি তিনবার তিন ধর্ম নিয়ে বিয়ে করেছেন। আর তো বলার নৈতিক অধিকারই নেই।’
আরও পড়ুন: নন্দীগ্রামে আসার পথে শুভেন্দু-অনুগামীদের বাসে হামলা, ‘নিখোঁজ’ বেশ কয়েকজন মহিলা
সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে অমর্ত্য সেনকে বিঁধতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সোমবারই বস্টন থেকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছিলেন, লাভের মধ্যে জিহাদ থাকতে পারে না। বিভিন্ন রাজ্যে যে ধর্মান্তকরণ বিরোধী আইন রয়েছে তা অসাংবিধানিক। এদিন তারই প্রতিক্রিয়ায় দিলীপ বলেন, “আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। কারণ উনি তিনবার তিন ধর্ম নিয়ে বিয়ে করেছেন। আর তো বলার নৈতিক অধিকার নেই। দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশের মানুষের দুঃখ কষ্ট দুর্ভিক্ষে নেই, আমপানে নেই, মহামারীতে নেই। তাঁদের এই ধরনের নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই।” ব্যঙ্গাত্মক সুরে বিজেপি সাংসদের সংযোজন, ‘যারা শুনেছে তারা ডুবেছে।’
সম্প্রতি শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’ নিয়ে জমাট বেধেছে বিতর্ক। অমর্ত্য সেন নিজেও দাবি করেছেন, বিশ্বভারতী কোনওদিনই জমি নিয়ে কোনও বেনিয়মের কথা তাঁদের জানায়নি। যা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদীত। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলার কারণেই অমর্ত্য সেনের মতো বাঙালিকে ‘হেনস্তা’ করা হচ্ছে। এরপরই সবরকমভাবে এই নোবেলজয়ীর পাশে থাকার আশ্বাস দেন মমতা।
আরও পড়ুন: বছর শেষ বা বর্ষবরণের ভিড়ে রাশ টানতে নির্দেশ হাইকোর্টের
সোমবার অমর্ত্য সেন বলেছিলেন, ভিন ধর্মের কেউ কাউকে ভালবেসে বিয়ে করলে সেখানে ‘জিহাদ’ থাকতেই পারে না। ‘লভ’ বা প্রেমের সঙ্গে ‘জিহাদ’কে কখনওই মেলানো যায় না। প্রতীচী বিতর্কের মধ্যেই লভ জিহাদ নিয়ে অমর্ত্য সেনের মন্তব্য তাঁকে নতুন করে বিজেপির ‘কুনজরে’ নিয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।