হালিশহরে বিজেপি নেতা খুনে গ্রেফতার তিন

Dec 13, 2020 | 1:01 PM

শনিবার এলাকায় দলীয় কর্মসূচি গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন সৈকত। সেখানেই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়।

হালিশহরে বিজেপি নেতা খুনে গ্রেফতার তিন
নিহত বিজেপি নেতা সৈকত ভাওয়াল।

Follow Us

উত্তর ২৪ পরগনা: বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল বীজপুর থানার পুলিস। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। শনিবার হালিশহরে খুন হন বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল। স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন এই তরুণ নেতা।

আরও পড়ুন: ‘বাংলা হিন্দুরাজ্য হবেই, হারের ভয়ে হতাশায় ভুগছেন মমতা’

শনিবার এলাকায় দলীয় কর্মসূচি গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন সৈকত। অভিযোগ, আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর উপর চড়াও হয়। এলোপাথাড়ি মারধর করে। পিটিয়ে খুন করে তাঁকে। এই ঘটনায় তৃণমূলের লোকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন বীজপুরের বিজেপি নেতা শুভ্রাংশু রায়। তৃণমূল পাল্টা দাবি করে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের এই ঘটনা। এই ঘটনার আঁচ পৌঁছয় দিল্লিতেও। একাধিক কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতা টুইট করে ঘটনার সমালোচনা করেন।

আরও পড়ুন: আপডেট: রাতে ভাল ঘুম হয়েছে, শারীরিক উন্নতি ‘সন্তোষজনক’ বুদ্ধবাবুর

রবিবার সকাল থেকে সৈকতের বাড়ির এলাকা বারেন্দ্র গলি থমথমে। পুলিস মোতায়েন করা হয়েছে। নিহত সৈকতের ভাই সাগর ভাওয়ালের অভিযোগ, এই ঘটনায় তৃণমূলের লোকজনই দায়ী। বিজেপি করার ‘অপরাধে’ রাজনৈতিক কারণে তাঁর দাদাকে খুন হতে হয়েছে বলে দাবি করেন সাগর। তিনি দোষীদের ফাঁসিরও দাবি জানিয়েছেন।

অন্যদিকে এদিন সকাল থেকে দফায় দফায় কাঁচরাপাড়ার বীজপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভে শামিল হন বিজেপির ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি উমাশংকর সিং, বিধায়ক শুভ্রাংশু রায়, ফাল্গুনী পাত্র এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।

Next Article