Sand Mafia: বালি চুরিতে বাড়ছে বিপদ, 'জীবন সংশয়ে' শতাব্দী প্রাচীন সেতু

Sand Mafia: বালি চুরিতে বাড়ছে বিপদ, ‘জীবন সংশয়ে’ শতাব্দী প্রাচীন সেতু

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 31, 2022 | 6:55 PM

এই রুটেই যাতায়েত করে তিস্তা, তোর্সা এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন। ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত প্রত্যেক দিন চলে লোকালও। কোনও ভাবে ব্রিজের ক্ষতি হলে শুধু যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে শুধু তা নয়। ১৩৫ বছর পুরনো ব্রিজ ভেঙে পড়লে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদও

ব্যারাকপুর: অবৈধ বালি খননে বিপদে শতাব্দী প্রাচীন ব্রিজ। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে চিঠি লিখে সতর্ক করল ভারতীয় রেল। ব্যান্ডেল এবং নৈহাটির মধ্যে সংযোগকারী জুবিলি ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়েত করে রাজধানী এক্সপ্রেস। এই রুটেই যাতায়েত করে তিস্তা, তোর্সা এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন। ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত প্রত্যেক দিন চলে লোকালও। কোনও ভাবে ব্রিজের ক্ষতি হলে শুধু যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে শুধু তা নয়। ১৩৫ বছর পুরনো ব্রিজ ভেঙে পড়লে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদও।

তথ্যনুসন্ধান করতে গিয়ে হাড়হিম করে দেওয়া তথ্য উঠে এল TV9 বাংলার হাতে। গঙ্গার চর ঘেঁষে রয়েছে বড় বড় লোহার পাইপ। পাইপ যুক্ত রয়েছে পাম্পের মোটরের সঙ্গে। তাতেই শুষে নেওয়া হচ্ছে গঙ্গার জল। সেখান থেকেই তোলা হচ্ছে পলি, বালি। আর তারপরই পাচার। একটা-দু’টো ট্রাকে না, এরকম ৩০০-৩৫০ ট্রাকে পাচার হচ্ছে বালি। প্রতিদিন। অভিযোগেও কাজ হয়নি, প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের।

অবৈধভাবে বালি-পলি তুলে নেওয়ায় জলস্তর কমছে, দিনদিন দুর্বল হয়ে যাচ্ছে সেতুর ভিত। সেতু বসে যাওয়ায় আগেও মেরামতি হয়েছে। বেশ কিছুদিন বন্ধও ছিল গাড়ি চলাচল। সেই মেরামতি কাজ আবার শুরু হয়েছে। গঙ্গায় পলি কমে যাওয়ায় সেতুর পিলারের ধারণ ক্ষমতা দিন দিন কমছে। যে কোনও দিন ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা। উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ে চিঠি লিখে রেল কর্তৃপক্ষ সেই উদ্বেগ প্রকাশও করেছে। TV9 বাংলার পক্ষ থেকে মহাকুমা শাসককে এই বালি চুরি এবং সেতুর বিপজ্জনক অবস্থার কথা জানান হলে তিনি বলেন, “সবে কাজে যোগ দিয়েছি। আপনাদের কাছ থেকেই জানলাম। ক্যামেরার সামনে কিছু বলতে চাই না। বিষয়টা খবর নিয়ে দেখছি।”