বসিরহাট: মর্মান্তিক! কংক্রিটের স্ল্যাপ গায়ে পড়ে মৃত দুই শিশু। আহত আরও দুই জন।
বসিরহাটের বাদুড়িয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের খোড়গাছি বয়ারডাঙা এলাকার ঘটনা। জানা গিয়েছে, একটি ধর্মীয় স্থানের পাঁচিলে উঠে খেলা করছিল একদল এলাকার শিশু। সেই সময় ঘটে যায় অঘটন।
স্থানীয় সূত্রে খবর, খেলার সময় আচমকা পাঁচিলের স্লাপটি দুই শিশুর গায়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় ওই দুজনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুর নাম আসিফ সরদার (৭) ও সাকিবুল হোসেন গাজি (৮)। স্থানীয় বাসিন্দারা বাকি আরও দুই শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছে।
মৃতের পরিবার ও আত্মীয়র অভিযোগ, বাদুড়িয়া পৌরসভা যেভাবে ওই পাঁচিলের গেটের উপর স্ল্যাপ তৈরি করেছে তার গুণগতমান অত্যন্ত খারাপ ছিল। যার কারণে তা উল্টে পড়েছে বাচ্চাদের গায়ে। তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে ওই এলাকায়। ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় এক বাসিন্দা বললেন, একটা পিলারের উপর স্ল্যাপ বসিয়ে দেওয়া হয়েছিল। উচিৎ ছিল পিলার উপর ঢালাই করা। কিন্তু তা না করে অসম্পূর্ণ কাজ করেছে। বাচ্চাগুলো ওর উপরে উঠে খেলা করছিল। তখন আচমকা পড়ে যায়। তারপর মারা যায়। কী কাজ করেছে? বাচ্চাগুলোর ওজন কত যে স্ল্যাপে উঠতেই পড়ে গেল। এর সব দায় বাদুড়িয়া পুরসভার। আমরা চাই উপযুক্ত তদন্ত হোক।’ আর এক এলাকাবাসী জানান, ‘এখানে একটি স্কুল আছে। ছোট শিশুরা এখানে পড়াশোনা করে। ওই স্কুলের অবস্থাও অত্যন্ত খারাপ। কোনদিন দেখব যে ওর ছাদও ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই চটজলদি এই কাজ গুলো খতিয়ে দেখুক পুরসভা।’