উত্তর ২৪ পরগনা: স্প্রে মেশিনটা একটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু দূরে দাঁড়ানো সীমান্তরক্ষী বাহিনীদের দেখে সেই ব্যাগ রেখে উল্টো পথে হাঁটতে শুরু করেন ব্যক্তি। দূর থেকে তা দেখেই সন্দেহ হয়। ব্যাগে তল্লাশি চালিয়ে সীমান্তরক্ষী বাহিনীরা দেখেন, স্প্রে মেশিন। আপাত দৃষ্টিতে তেমন কিছু মনে না হলেও, তাতেই লুকানো ছিল কোটি টাকার সম্পত্তি। স্প্রে মেশিনে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা। বিএসএফের চেষ্টায় ব্যর্থ হয়। উদ্ধার হয় ২.২১৬ কেজি সোনার বিস্কুট। ১৯টি সোনার বিস্কুট উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীরা।
জেলার সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা ৬৮ বাহিনীর সীমা চৌকি মামাভাগিনার জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীরা বিশেষ অভিযান শুরু করেছে। সীমান্তে চোরাচালানকারিরা বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে গত কয়েক মাস ধরে। তার জেরেই এই বিশেষ অভিযান।
বৃহস্পতিবার সীমান্তে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সীমান্তরক্ষীরা। তা থেকে একটি স্প্রে মেশিন উদ্ধার হয়। তাতেই লুকানো ছিল ১৯ টি সোনার বিস্কুট।
বিএসএফ জওয়ানদের দেখে মেশিনটি ফেলে বাংলাদেশে পালিয়ে যায় অভিযুক্ত। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া বিস্কুটের বাজার মূল্য ১,১৪,০২,৫০৩ টাকা।
বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলো বাগদা শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে। বিএসএফের কমান্ডিং অফিসার শ্রী যোগেন্দ্র অগ্রবাল জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নিত্য নতুন উপায়ে পাচারের চেষ্টা চলছে। জওয়ানরা সতর্ক রয়েছেন। সীমান্তে পাচাররোধে সক্রিয় ভূমিকা পালন করছেন তাঁরা।