উত্তর ২৪ পরগনা: পরকীয়ার (Extramarital Affairs) প্রতিবাদ করায় স্বামীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের (Murder) অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মায়ের কঠোর শাস্তির দাবিতে পুলিশে অভিযোগ দায়ের ছেলের। উত্তর ২৪ পরগনার সসিপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সাহারাম মণ্ডল (৫২)। তিনিই স্ত্রীর হাতে খুন হয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, ছেলে মাসুদুল মণ্ডলের। ছেলের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে দীর্ঘদিন থেকে পরকীয়ার সম্পর্ক ছিল তাঁর মায়ের। এ নিয়ে বাবার সঙ্গে একাধিকবার ঝামেলাও হয়। কিন্তু, তারপরেও ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি ওই মহিলা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন মাসুদুল। মায়ের উপযুক্ত শাস্তিরও দাবি করেছেন তিনি।
এদিকে সাহারাম মণ্ডলের দেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ। আমডাঙা থানাতেই দায়ের হয়েছে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। বৃহস্পতিবার রাতেই সাহারামের দেহ ময়নাতদন্তের জন্য বারাসাতে পাঠানো হচ্ছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে মৃতের ছেলে মাসুদুল বলেন, “আমার বাবাকে খুন করা হয়েছে। বাবা যেখানে শোয় সেখানে যত্রতত্র জিনিস পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘর অগোছালো। তা দেখেই আমাদের সন্দেহ সহ। আমার মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ। আমার মায়ের সম্পর্ক ছিল একটা ছেলের সঙ্গে। বাবা তার প্রতিবাদ করাতেই বাবাকে মেরে ফেলেছে বলে মনে হচ্ছে।”
ঘটনা প্রসঙ্গে মৃতের ভাগ্না বলেন, “আমার মামির বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি পুলিশে। বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। একটি ছেলের সঙ্গে মামির শারীরিক সম্পর্ক ছিল। মামা দেখা ফেলাতেই মনে হচ্ছে এই খুন করেছে মামি।” এদিকে পরকীয়ার জেরে খুন এ রাজ্যে নতুন ঘটনা নয়। তবে এ ক্ষেত্রে সিংহভাগ অভিযোগ থাকে পুরুষদের ক্ষেত্রে। সেখানে সসিপুর গ্রামের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে নাগরিক মহলে।