INTTUC: শ্রমিক আন্দোলনে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করছেন জনপ্রতিনিধিরা? প্রশ্ন উঠছে INTTUC-র অন্দরেই

INTTUC: অভিযোগ উঠছে, শ্রমিক আন্দোলনে এবার হস্তক্ষেপ করছেন জনপ্রতিনিধিরা। অভিযোগ উঠছে, ভোটের রাজনীতিতে ক্ষুণ্ণ হচ্ছে শ্রমিক স্বার্থ। বিধাননগরের আইএনটিটিইউসি সম্পাদক আনোয়ার হোসেনকে এই ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে।

INTTUC: শ্রমিক আন্দোলনে 'প্রতিবন্ধকতা' তৈরি করছেন জনপ্রতিনিধিরা? প্রশ্ন উঠছে INTTUC-র অন্দরেই
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2023 | 7:56 PM

বারাসত: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) একাংশের অন্দরেও কি এবার জমছে ক্ষোভ? প্রশ্ন উঠছে, কারণ মুখ খুলতে শুরু করেছেন আইএনটিটিইউসি-র নেতাদেরই কেউ কেউ। অভিযোগ উঠছে, শ্রমিক আন্দোলনে এবার হস্তক্ষেপ করছেন জনপ্রতিনিধিরা। অভিযোগ উঠছে, ভোটের রাজনীতিতে ক্ষুণ্ণ হচ্ছে শ্রমিক স্বার্থ। বিধাননগরের আইএনটিটিইউসি সম্পাদক আনোয়ার হোসেনকে এই ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে। মঞ্চ থেকে বক্তব্যে শোনা যাচ্ছে, ‘আমরা শ্রমিক সংগঠন করতে গিয়ে দেখেছি, শ্রমিকদের দাবিদাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এলাকার কাউন্সিলর, বিধায়ক এমনকী সাংসদরাও।’

এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন আইএনটিটিইউসির দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শক্তিপদ মণ্ডলও। শক্তিপদবাবু আরও বলেন, ‘অটো বেরোনো থেকে শুরু করে চালানো… সর্বোচ্চ টাকা দিয়ে তারপর চালাতে হয়।’ আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শ্রমিকদের আন্দোলন ও শ্রমিকদের স্বার্থ যদি বারবার এভাবে ক্ষুণ্ণ হয়, তাহলে শ্রমিক স্বার্থ রক্ষা হবে কী করে?

এদিন আইএনটিটিইউসির ওই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি অবশ্য কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে বলেন, ‘গ্রাউন্ড লেভেলের (নীচু তলার) কর্মীরা কী মনে করছেন, সেটা আমার কাছে আসে। যে কথাই আসবে, সেটি নিয়ে আলাপ আলোচনা করে গুরুত্ব সহকারে সেটির সমাধানের পথে আমরা এগোব। একতরফা মনোভাব নিয়ে আমরা চলি না।’

সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষও। তাঁরও ব্যাখ্যা, ‘সংগঠনের সৈনিকদের একসঙ্গে চলতে গিয়ে অনেক সময় দ্বিধাগ্রস্ত, বিভাজন থাকে। কিন্তু আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চলি। সব জায়গাতেই কিছু কিছু ব্যতিক্রমী ব্যাপার থাকে। আমার নিশ্চয়ই সেটি ঠিক করে নেব।’