Sandeshkhali: ‘২৭টা মার্ডার করেছি, ওকে নিয়ে ২৮টা হবে’, উত্তম-থ্রেটের কাহিনি শোনালেন সন্দেশখালির মহিলা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 15, 2024 | 11:49 PM

Sandeshkhali: একে একে বলতে শুরু করলেন বিরোধী রাজনীতি করলে, কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোটের সময় তাঁর এলাকায় বিজেপির দিকে পাল্লা ভারী ছিল। জিতেও গিয়েছিল বিজেপি ওই এলাকায়। এরপরই ওই বিজেপি প্রার্থীর স্ত্রীকে উত্তম সর্দারের হুমকির মুখোমুখি পড়তে হয়েছিল বলে দাবি সন্দেশখালির ওই মহিলার। কী বলেছিলেন উত্তম সর্দার, সে কথাও শোনালেন তিনি।

Follow Us

কলকাতা: সন্দেশখালি। ৫ জানুয়ারি থেকে লাগাতার চর্চায়। ইডির উপর হামলা। শেখ শাহজাহান। তারপর একে একে উত্তম সর্দার, শিবু হাজরা। একের পর এক ইস্যুতে সংবাদ শিরোনামে সন্দেশখালি। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালির মহিলারাও। মারাত্মক মারাত্মক অভিযোগ উঠে আসছে। টিভি নাইন বাংলার ঠোঁটকাটা অনুষ্ঠানে সন্দেশখালির এক মহিলা শোনালেন, তাঁদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শোনালেন, কীভাবে একপ্রকার জোর করেই তাঁদের তৃণমূল করতে বাধ্য করা হয়। নিজেই বললেন, ‘আমি তৃণমূলই করি। তৃণমূল করব না তো যাব কোথায়!’

এরপরই একে একে বলতে শুরু করলেন বিরোধী রাজনীতি করলে, কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোটের সময় তাঁর এলাকায় বিজেপির দিকে পাল্লা ভারী ছিল। জিতেও গিয়েছিল বিজেপি ওই এলাকায়। এরপরই ওই বিজেপি প্রার্থীর স্ত্রীকে উত্তম সর্দারের হুমকির মুখোমুখি পড়তে হয়েছিল বলে দাবি সন্দেশখালির ওই মহিলার। কী বলেছিলেন উত্তম সর্দার, সে কথাও শোনালেন তিনি। বললেন, ‘যিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁর স্ত্রীকে বলল, তোকে কিন্তু বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পড়তে হবে। আমি উত্তম সর্দার।’

এমন নয় যে আড়ালে আবডালে হুমকি দেওয়া হয়েছে। মহিলার দাবি অনেক লোকজন ছিল আশপাশে। সবার সামনেই বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি সন্দেশখালির ওই মহিলার। বললেন, ‘লোকজনের সামনে বন্দুক দেখিয়ে বলে গেল, আমি কিন্তু ওকে মার্ডার করে দেব। ২৭টা করেছি, ওকে নিয়ে ২৮টা হবে। তুই কিন্তু সাবধান হয়ে যা।’

এ তো গেল হুমকির কথা। এছাড়া ভোটের সময় দেদার ছাপ্পা চলত বলেও অভিযোগ ওই মহিলার। সন্দেশখালির ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা আজ টিভি নাইন বাংলায় শোনালেন তিনি।

কলকাতা: সন্দেশখালি। ৫ জানুয়ারি থেকে লাগাতার চর্চায়। ইডির উপর হামলা। শেখ শাহজাহান। তারপর একে একে উত্তম সর্দার, শিবু হাজরা। একের পর এক ইস্যুতে সংবাদ শিরোনামে সন্দেশখালি। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালির মহিলারাও। মারাত্মক মারাত্মক অভিযোগ উঠে আসছে। টিভি নাইন বাংলার ঠোঁটকাটা অনুষ্ঠানে সন্দেশখালির এক মহিলা শোনালেন, তাঁদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শোনালেন, কীভাবে একপ্রকার জোর করেই তাঁদের তৃণমূল করতে বাধ্য করা হয়। নিজেই বললেন, ‘আমি তৃণমূলই করি। তৃণমূল করব না তো যাব কোথায়!’

এরপরই একে একে বলতে শুরু করলেন বিরোধী রাজনীতি করলে, কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোটের সময় তাঁর এলাকায় বিজেপির দিকে পাল্লা ভারী ছিল। জিতেও গিয়েছিল বিজেপি ওই এলাকায়। এরপরই ওই বিজেপি প্রার্থীর স্ত্রীকে উত্তম সর্দারের হুমকির মুখোমুখি পড়তে হয়েছিল বলে দাবি সন্দেশখালির ওই মহিলার। কী বলেছিলেন উত্তম সর্দার, সে কথাও শোনালেন তিনি। বললেন, ‘যিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁর স্ত্রীকে বলল, তোকে কিন্তু বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পড়তে হবে। আমি উত্তম সর্দার।’

এমন নয় যে আড়ালে আবডালে হুমকি দেওয়া হয়েছে। মহিলার দাবি অনেক লোকজন ছিল আশপাশে। সবার সামনেই বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি সন্দেশখালির ওই মহিলার। বললেন, ‘লোকজনের সামনে বন্দুক দেখিয়ে বলে গেল, আমি কিন্তু ওকে মার্ডার করে দেব। ২৭টা করেছি, ওকে নিয়ে ২৮টা হবে। তুই কিন্তু সাবধান হয়ে যা।’

এ তো গেল হুমকির কথা। এছাড়া ভোটের সময় দেদার ছাপ্পা চলত বলেও অভিযোগ ওই মহিলার। সন্দেশখালির ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা আজ টিভি নাইন বাংলায় শোনালেন তিনি।

Next Article