Abhishek Banerjee Chopper: অভিষেকের চপারে ‘আয়কর অভিযান’, শুনে কী বলছেন শুভেন্দু?

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Apr 14, 2024 | 7:21 PM

Suvendu Adhikari: তৃণমূলের এই আয়কর অভিযানের দাবি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বক্তব্য, 'উনি আইনের ঊর্ধ্বে নন। যে কোনও লোকের গাড়ি, চপার, চার্টার্ড (বিমান)... সব কিছু তল্লাশি করা যেতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে।'

Abhishek Banerjee Chopper: অভিষেকের চপারে আয়কর অভিযান, শুনে কী বলছেন শুভেন্দু?
কী বলছেন শুভেন্দু অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বসিরহাট: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ে চপারে আয়কর অভিযানের যে দাবি তৃণমূল করছে, সেই নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নন।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের চপারে আয়কর দফতরের  ঘিরে নয়া বিতর্ক। এদিন বেহালা ফ্লাইং ক্লাবে চপারের ট্রায়ালের সময় আয়কর তল্লাশি চলেছিল বলে দাবি তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিজেও এই নিয়ে সরব হয়েছেন এক্স হ্যান্ডেলে। আয়কর অভিযানে কিছুই পাওয়া যায়নি বলে দাবি অভিষেকের। তবে তৃণমূলের এই আয়কর অভিযানের দাবি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বক্তব্য, ‘উনি আইনের ঊর্ধ্বে নন। যে কোনও লোকের গাড়ি, চপার, চার্টার্ড (বিমান)… সব কিছু তল্লাশি করা যেতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে।’

উল্লেখ্য, রবিবার দুপুরে আচমকাই খবর আসে বেহালা ফ্লাইং ক্লাবের ভিতরে এই ঘটনা প্রসঙ্গে। আয়কর দফতরের অভিযান প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘এনআইএ-র ডিজি ও এসপিকে সরানোর বদলে কমিশন ও বিজেপি আমার চপার ও নিরাপত্তারক্ষীদের তল্লাশি চালাতে আয়কর দফতরকে পাঠিয়েছে। কিন্তু কিছুই পাওয়া যায়নি।’ এক্স হ্য়ান্ডেলে আবারও জমিদারি প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন অভিষেক।

এদিনের ঘটনার পর পরই তৃণমূলের সব নেতারা একযোগে প্রতিবাদে সরব হয়েছেন। তৃণমূলের তরফে কুণাল ঘোষ যেমন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ফাঁকা মাঠে গোল করে ম্যাচে জিততে চায় বিজেপি!’ সরব হয়েছেন তৃণমূলের অন্যান্য প্রথম সারির নেতারাও।

এসবের মধ্যেই এবার এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রবিবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে প্রচারে নেমেছিলেন তিনি। সেই সময়েই শুভেন্দুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।

Next Article