Sandeshkhali: কেন এতদিন শাহজাহান গ্রেফতার হচ্ছিলেন না জানালেন ADG

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 29, 2024 | 9:47 AM

Sandeshkhali: এ দিন, এডিজি একদিকে যেমন জানিয়েছেন কেন শাহজাহান এতদিন গ্রেফতার হননি। তেমননি তিনি ইডি-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, "সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্টত বলতে চাই এটা ভুল, অপপ্রচার।

Sandeshkhali: কেন এতদিন শাহজাহান গ্রেফতার হচ্ছিলেন না জানালেন ADG
এডিজি দক্ষিণবঙ্গ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সন্দেশখালি: বারবার প্রশ্ন উঠছিল সন্দেশখালিতেই যখন শেখ শাহজাহান তাহলে কেন তাঁকে ধরতে পারছে না পুলিশ। বিরোধী থেকে শুরু করে আম-জনতা সকলের মনেই একটাই প্রশ্ন। শুধু তাই নয়, গুঞ্জন উঠছিল তাহলে কি ইচ্ছা করেই রাজ্য পুলিশ শাহজাহানকে পাকড়াও করছে না? বুধবার বসিরহাটের মিনাখাঁ থেকে শাহজাহানের গ্রেফতারির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এডিজি দক্ষিণবঙ্গ। তিনি পরিষ্কার জানান, আইনি জটিলতার জন্য পুলিশ গ্রেফতার করতে পারছিল না।

এ দিন, এডিজি একদিকে যেমন জানিয়েছেন কেন শাহজাহান এতদিন গ্রেফতার হননি। তেমননি তিনি ইডি-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, “সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্টত বলতে চাই এটা ভুল, অপপ্রচার। আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন আদালত বলে গ্রেফতারির উপর কোনও বিধি নিষেধ নেই, তারপর জোর কদমে আমরা তল্লাশি চালাই।”

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “রাজ্য পুলিশের উপর আইনি বাধ্য-বাধ্যকতা ছিল ঠিকই। ইডির উপর ছিল না। তারপরও তাঁরা কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি? সেই প্রশ্নও প্রাসঙ্গিক।” প্রসঙ্গত, গত সোমবার সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়,  সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করা হল। শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি ২টি সংবাদপত্রে নোটিস দিয়ে জানায় হাইকোর্ট। শেখ শাহজাহানকে গ্রেফতারিতে আদালতের কোনও স্থগিতাদেশ নেই বলেও  জানিয়ে দেন প্রধান বিচারপতি।

Next Article