কলকাতা:পুলিশের ভূয়সী প্রশংসায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, আদালতের বাধার জন্যই এতদিন নাকি পুলিশ কাজ করতে পারেননি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই বাধা সরিয়েছে আদালত। আর তারপরই পুলিশ নিজের কাজ করেছে। বৃহস্পতিবার সন্দেশখালির আকুঞ্জিপাড়া থেকে শাহজাহান গ্রেফতার হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের একদিকে যেমন প্রশ্ন, শেখ শাহজাহান যদি সন্দেশখালিতেই ছিলেন, তাহলে এতদিন পুলিশ গ্রেফতার করেনি কেন? অপরদিকে, তৃণমূল বলতে চাইছে, তারা ‘রাজধর্ম’ পালন করেছেন।
এ দিন কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, “রাজ্য পুলিশের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। আমাদের তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত-পা বাধা হয়ে গেছে। সেই কারণে পুলিশ পদক্ষেপ করতে পারছে না। অভিষেক দৃষ্টি আকর্ষণ করার পর কোর্ট সেই বিধিনিষেধ প্রত্যাহার করে এবং পুলিশকে কাজের ছাড়পত্র দেয়।”
আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি।@abhishekaitc র সৌজন্যে আদালত বাধা সরিয়েছে।
পুলিশ যা করার করেছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 29, 2024
বস্তুত, কুণাল ঘোষই সম্প্রতি জানিয়েছিলেন, আগামী ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। দলের ডেটলাইনের পাঁচ দিনের গ্রেফতার হলেন তৃণমূল নেতা। রাজনৈতিক কারবারিদের মতে, বিষয়টিকে শাসকদল তৃণমূল রাজধর্ম হিসাবেই তুলে ধরার চেষ্টা করেছে। শুধু শাহজাহান কেন, এর আগে পার্থ চট্টোপাধ্যায়, উত্তম সর্দার, শিবু হাজরাদেরও দলের লোক বলে রেয়াত করা হয়নি। প্রশাসন তার কাজ করেছেন। এ ক্ষেত্রে তৃণমূল মূলত দু’টি বিষয় সামনে আনছে। প্রথমত, তৃণমূল নিজের রাজধর্ম পালন করছে। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের স্থগিতাদেশের উপর আলোকপাত করেছিলেন বলেই আদলত বাধা সরিয়েছে।