সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। তবে তিনি বারবার অভিযোগ করেছিলেন, শেখ শাহজাহান সন্দেশখালিতেই আছেন। তৃণমূলের ছত্রছায়াতেই রয়েছেন। বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতার হতেই ফের সেই একই কথা উস্কে দিলেন এই বাম নেতা।
বস্তুত, নিরাপদ সর্দার অভিযোগ করেছিলেন, তিনি বিধায়ক থাকাকালীন একাধিকবার সন্দেশখালি নিয়ে বিধানসভায় অভিযোগ জানাতে চেয়েছিলেন। তবে তাঁকে বলতে দেওয়া হয়নি। এমনকী তৎকালীন ডেপুটি স্পিকার সোনালী গুহ তাঁর মাইকও বন্ধ করে দিতেন। যদিও, সেই দাবি উড়িয়ে সোনালী বলেছেন, “সবটাই অসত্য কথা।”
তবে আজ নিরাপদবাবু আবারও বললেন, ৫৬ দিন আগে যদি শাহজাহানকে গ্রেফতার করা হত তাহলে সন্দেশখালির পরিস্থিতি আজকের মতো হত না। মহিলাদের নামতে হত না রাস্তায়। তিনি বলেছেন, ” আমি আগেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন। উনি শাহজাহানকে তবেই গ্রেফতার করাবেন যখন সঠিক রক্ষাকবচ দিতে পারবেন। আজ ওনাদের মনে হয়েছে চাপ বাড়ছে। তাই ধরিয়ে দিয়েছেন।” গ্রেফতারির সময়ও বাম বিধায়ককে বলতে শোনা গিয়েছিল, শাহজাহানকে নাকি ‘প্রোটেকশন’ দিচ্ছে রাজ্য পুলিশ। আজও সেই একই কথা বললেন তিনি। “বারবার বলেছি শাহজাহান পুলিশের ঘেরাটোপে আছে। সেটা প্রমাণ হল। নিরাপদ সর্দার ঠিক বলেছিল সেইটাই প্রমাণ হল তো?। এবার তো তৃণমূলকেই বলতে হবে শেখ শাহজাহান কেন ৫৬ দিন আগে গ্রেফতার করা হল না ওকে?”
অপরদিকে, এক্স হ্যান্ডেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন,”শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপের অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে।”