World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগেই স্বপ্নভঙ্গ ক্রিকেটপ্রেমীদের, বসিরহাটে মাঝরাতে ভস্মীভূত গোটা হল

Saumav Mondal | Edited By: জয়দীপ দাস

Nov 18, 2023 | 2:57 PM

World Cup Final: বড় পর্দায় ক্রিকেট দেখার জন্য বিগত কয়েকদিন ধরেই এলাকায় প্রচার চালাচ্ছিলেন ক্রিকেট প্রেমীরা। বাড়ছিল উন্মাদনা। কিন্তু, আচমকা এ ঘটনায় হতাশ ক্রিকেট প্রেমীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগেই স্বপ্নভঙ্গ ক্রিকেটপ্রেমীদের, বসিরহাটে মাঝরাতে ভস্মীভূত গোটা হল
ফাইনালের আগে বিষাদের ছায়া গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বসিরহাট: বিশ্বকাপ জ্বরে ফুটছে গোটা দেশ। তুমুল উন্মাদনা দেখা যাচ্ছে বাংলার বুকেও। ভারত ফাইনালে উঠতেই উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। রাত পোহালেই ফাইনাল। তার আগে পাড়ায় পাড়ায় জোট বেঁধে খেলা দেখার প্রস্তুতি তুঙ্গে। কোথাও লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন, কোথাও আবার পাড়ার দোকানে চলছে সিট বুকিং। একই ছবি বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামে একটি জনপ্রিয় ভিডিয়ো হল রয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানেই বিশ্বকাপের ম্যাচ দেখে আসছিলেন গ্রামের বাসিন্দারা। জোট বেঁধেই দেশের হয়ে গলা ফাটাচ্ছিলেন এলাকার লোকজন। কিন্তু, ফাইনালের আগে গ্রামে বিষাদের মেঘ। 

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় মা তুলসী ভিডিও হলে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় গোটা হল। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪০ বছরের পুরনো এই হলে থাকা যন্ত্রপাতি। কিন্তু, কী করে হলটিতে আগুন লাগল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। এদিকে বড় পর্দায় ক্রিকেট দেখার জন্য বিগত কয়েকদিন ধরেই এলাকায় প্রচার চালাচ্ছিলেন ক্রিকেট প্রেমীরা। বাড়ছিল উন্মাদনা। কিন্তু, আচমকা এ ঘটনায় হতাশ ক্রিকেট প্রেমীরা।

তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। কথা বলা হচ্ছে হলের দায়িত্বে থাকা লোকজনকেও। শর্ট সার্কিট  থেকে আগুন নাকি পিছনে অন্তর্ঘাত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Next Article