Online Fraud: বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস, ৮০০০ কোটি ফ্রিজ করল ব্যারাকপুর পুলিশ

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Nov 18, 2023 | 7:36 PM

Online Fraud: অভিযোগ, কম্পিটাউরে এনি ডেস্ক সফটওয়্যারের মাধ্যমেই চলত টাকা হাতানোর কাজ। এই সফটওয়্যারের হাতিয়ার করে বেছে বেছে আমেরিকা ও কানাডিয়ানদের টার্গেট করা হত বলে খবর। কিং পিনের খোঁজে তল্লাশি চলে দেরাদুনে।

Online Fraud: বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস, ৮০০০ কোটি ফ্রিজ করল ব্যারাকপুর পুলিশ
ঘটনায় শোরগোল প্রশাসনিক মহলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ব্যারাকপুর: বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ। ফ্রিজ করা হল ৮০০০ কোটি টাকা। একইসঙ্গে দেরাদুন থেকে গ্রেফতার প্রতারণা চক্রের কিং পিন। সূত্রের খবর, গত ১৮ অক্টোবর খড়দহ বলরাম হাসপাতালের কাছে একটি কলসেন্টার থেকে ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই কল সেন্টার থেকে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। গোপন সূত্রে এই খবর আগেই পেয়েছিল পুলিশ। তারপরই ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার হওয়া ১৩ জনকে টানা জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তাঁদের জেরা করেই প্রতারণা চক্রের মূল মাথার খোঁজ পায় পুলিশ। 

অভিযোগ, কম্পিটাউরে এনি ডেস্ক সফটওয়্যারের মাধ্যমেই চলত টাকা হাতানোর কাজ। এই সফটওয়্যারের হাতিয়ার করে বেছে বেছে আমেরিকা ও কানাডিয়ানদের টার্গেট করা হত বলে খবর। কিং পিনের খোঁজে তল্লাশি চলে দেরাদুনে। সেখান থেকেই সৈয়দ সাহবাজ হাসান,সনু জয়শওয়াল,আনিশ কুমার ঠাকুর, কৃষ্ণা কুমার সিং, হরস দিনানি, ফারাদ হুসেনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সৈয়দ সাহবাজই মূল চক্রী বলে জানতে পারা যাচ্ছে। 

এদিন প্রত্যেককেই তোলা হচ্ছে ব্যারাকপুর আদালতে। ১৪ দিনের হেফাজত চাইতে চলেছে পুলিশ। সূত্রের খবর, এখনও ধৃতদের জেরা করে নতুন কিছু তথ্য পেতে চাইছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৪১৩, ৪০৬, ৪১৯, ৪২০, ১২০বি এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া একটি দামি ল্যাপটপ, ওডি গাড়ি এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

Next Article