Madhyamik 2024: ‘ফোন নম্বরটা দে’, পিস্তল ধরে মাধ্যমিক পরীক্ষার্থীকে শাসানি ‘রোমিও’র

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 03, 2024 | 4:33 PM

অভিযোগকারী ছাত্রীর কথায়, “অনেকক্ষণ ধরে পিছন পিছন এসে নম্বর চাইছিল। বারবার বলছিল, নম্বর দে। আমি দিইনি, চলে আসি। তারপর এখানে স্কুলের সামনেও আসে। এসে বলে যদি নম্বর না দিস, তোকে মারতে বাধ্য হব কিন্তু। বলে বন্দুক বের করে।”

Madhyamik 2024: ‘ফোন নম্বরটা দে’, পিস্তল ধরে মাধ্যমিক পরীক্ষার্থীকে শাসানি রোমিওর
স্কুলের সামনে পরীক্ষার্থীদের ভিড়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সামনে ছাত্রীদের সামনে বন্দুক ধরল যুবক। বন্দুক দেখিয়ে উত্যক্ত করার অভিযোগে তিন যুবককে আটকও করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের এবিএস মদনমোহন হাইস্কুলের সামনে। শুক্রবার থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। আজ শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা। সেই পরীক্ষা দিতে এদিন দুই ছাত্রী মদনমোহন হাইস্কুলের পথে যাচ্ছিলেন। অভিযোগ, পথে কয়েকজন যুবক তাদের উত্যক্ত করা শুরু করে। লাগাতার ফোন নম্বর চাইতে থাকে। কিন্তু ওই পরীক্ষার্থীরা তা দিতে রাজি হয়নি। অভিযোগ, এরপরই পকেট থেকে সোজা পিস্তল বের করে শাসাতে শুরু করে।

অভিযোগকারী ছাত্রীর কথায়, “অনেকক্ষণ ধরে পিছন পিছন এসে নম্বর চাইছিল। বারবার বলছিল, নম্বর দে। আমি দিইনি, চলে আসি। তারপর এখানে স্কুলের সামনেও আসে। এসে বলে যদি নম্বর না দিস, তোকে মারতে বাধ্য হব কিন্তু। বলে বন্দুক বের করে।”

একেবারে পরীক্ষাকেন্দ্রের সামনে এমন ঘটনা ঘটায় হতবাক অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিন যুবককে এলাকায় ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে আটক করা হয়। তবে পুলিশ সূত্রে খবর, বন্দুকটি আসল নয়, খেলনা পিস্তল।

Next Article