Bangladesh: ‘বাংলাদেশকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে’, সীমান্তে যাওয়ার আগে বললেন অর্জুন সিং

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 02, 2024 | 2:16 PM

Bangladesh: পেট্রাপোল সীমান্তে আজ বিক্ষোভ দেখাতে যাচ্ছেন বিজেপি নেতারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাবেন অর্জুন সিং সহ একাধিক নেতা।

Bangladesh: বাংলাদেশকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে, সীমান্তে যাওয়ার আগে বললেন অর্জুন সিং
অর্জুন সিং
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ব্যারাকপুর: যুদ্ধের জন্য তৈরি হতে হবে বাংলাদেশের ইউনূস সরকারকে। এবার এমনই বার্তা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, তা থেকে বের করার জন্য পাশে দাঁড়াতে হবে এপার বাংলার সনাতনীদের। ইউনূস সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে আজ সোমবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখাতে যাচ্ছেন বিজেপি নেতারা। বাংলাদেশে গ্রেফতার হওয়ায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সোমবার প্রতিবাদ সভা করবেন শুভেন্দু অধিকারী। সেখানে নেতা-বিধায়ক ছাড়াও উপস্থিত থাকবেন সাধু-সন্তরা।

সীমান্তে সেই প্রতিবাদ সভায় যোগ দেওয়ার আগে সোমবার বিজেপি নেতা অর্জুন সিং জানান, একাধিক দাবি নিয়ে সীমান্তে যাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, যে পণ্য বাংলাদেশে যায়, তা বন্ধ করতে হবে। চিকিৎসার জন্য আর ভারতে আসা যাবে না, করাচী-রাওয়ালপিন্ডিতে যেতে হবে।

এই খবরটিও পড়ুন

অর্জুন সিং জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জ কী ব্যবস্থা নেয়, সে দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। প্রয়োজনে যুদ্ধের জন্য তৈরি হতে হবে বলেও দাবি করেন অর্জুন। তবে বিজেপি নেতা মনে করছেন, এখনই সন্ন্যাসী চিন্ময় দাসকে ছাড়বে না বাংলাদেশ সরকার। তাঁর মতে চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে ঢুকিয়ে বাংলাদেশ সরকার বার্তা দিতে চাইছে যে, কেউ প্রতিবাদ করলেই মুখ এভাবে বন্ধ করে দেওয়া হবে।

Next Article