Partha Chatterjee: ‘একটা ওয়ার্ক কালচার থাকা উচিত’, পার্থ মামলায় আইনজীবীদের কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Supreme Court: ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। অর্পিতা জামিন পাওয়ার পরও কেন মুক্তি পাচ্ছেন না তিনি, সেই যুক্তি খাড়া করেছিলেন পার্থর আইনজীবী।
নয়া দিল্লি: ফের স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। প্রথম দিনের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাকে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন এতদিন পার্থকে আটকে রাখা হয়েছে, সেই যুক্তিও চাওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট না মেলায় আজ, সোমবার দ্বিতীয় দিনের শুনানিও স্থগিত হয়ে গেল। আইনজীবীদের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এদিন।
দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় জীবনকৃষ্ণ সাহা, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ অনেকে জামিন পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। শুনানিতে সেই যুক্তি তুলে ধরেছিলেন পার্থর আইনজীবী মুকুল রোহতাগি। এরপর সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল পার্থ কতদিন ইডি ও সিবিআই হেফাজতে ছিলেন। জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাওয়া হয়েছিল।
সেই তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবীরা। সেই কারণেই শুনানি স্থগিত হয়ে যায় সোমবার। বিচারপতি সূর্যকান্ত জানান, গতকাল অর্থাৎ রবিবার রাতেই তাঁরা এই রিপোর্টের খোঁজ করেছিলেন, কিন্তু রিপোর্ট জমা করা হয়নি। রিপোর্ট পড়তে ২-৩ দিন সময় লাগবে বলেও জানান তিনি। আইনজীবীদের কার্যত ভর্ৎসনা করে বিচারপতি বলেন, “কোর্টে যা ইচ্ছা করতে পারেন না। এখানে একটা ওয়ার্ক কালচার (কর্মসংস্কৃতি) থাকা উচিত।”
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন, এই রিপোর্ট শুধুমাত্র এক পাতার একটি চার্ট। তবে কোনও কথা শোনেননি বিচারপতিরা। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।