LPG Cylinder Price: ডিসেম্বরের প্রথম দিনেই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম, এবার কত খরচ পড়বে, জানেন তো?

LPG Price Hike:

LPG Cylinder Price: ডিসেম্বরের প্রথম দিনেই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম, এবার কত খরচ পড়বে, জানেন তো?
ফাইল চিত্র।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Dec 02, 2024 | 11:29 AM

কলকাতা: একটানা ৫ মাস। পঞ্চমবারের জন্য বাড়ল এলপিজি গ্যাসের দাম। এই নিয়ে ৫ মাসে ১৭২ টাকা দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। অর্থাৎ এবার রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত গ্যাটের কড়ি খসবে। ১ ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

প্রতি মাসেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো বা কমানো হয়। এই মাসেও দাম বাড়ল রান্নার গ্যাসের। রবিবারই ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয় যে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। সিলিন্ডার পিছু ১৫ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হচ্ছে। ১ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। টানা ৯ মাস গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়েনি। শেষবার ৯ মার্চ দাম বেড়েছিল সিলিন্ডারের।

দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮১৮ টাকা ৫০ পয়সায়। মুম্বইয়ে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এবার পড়বে ১৭৭১ টাকা। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা পড়বে।