Women Income Tax Filers: আয়কর রিটার্ন দাখিলে মহিলাদের সংখ্যা বৃদ্ধি, চমকে দেবে তথ্য
Women Income Tax Filers: অর্থমন্ত্রকের তথ্য বলছে, মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে মহারাষ্ট্রের ৩৬ লক্ষ ৮৩ হাজার মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেখানে ২০১৯-২০ মূল্যায়ন বছরে তা ছিল ২৯ লক্ষ ৯৪ হাজার।
নয়াদিল্লি: কর্মক্ষেত্রে বাড়ছে মহিলাদের যোগদান। আর তার ছাপ দেখা গেল দেশের আয়কর রিটার্ন দাখিলে। গত ৪ বছরে দেশে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯-২০ মূল্যায়ন বর্ষে ১ কোটি ৮৩ লক্ষ মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন। সেখানে ২০২৩-২৪ মূল্যায়ন বর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন ২ কোটি ২৯ লক্ষ মহিলা। ফলে ৪ বছরে ২৫ শতাংশ বেড়েছে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের হার।
কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি আয়কর রিটার্ন দাখিল করেছেন?
অর্থমন্ত্রকের তথ্য বলছে, মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে মহারাষ্ট্রের ৩৬ লক্ষ ৮৩ হাজার মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেখানে ২০১৯-২০ মূল্যায়ন বছরে তা ছিল ২৯ লক্ষ ৯৪ হাজার। ফলে মহারাষ্ট্রে ৪ বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা আয় ৬ লক্ষ ৮৮ হাজার বেড়েছে। মহিলাদের আয়কর রিটার্ন দাখিল বৃদ্ধির হারের দিক থেকে যা ২৩ শতাংশ।
এই খবরটিও পড়ুন
উত্তর প্রদেশে এই চার বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার বেড়েছে। ২০১৯-২০ মূল্যায়ন বছরে তা ছিল ১৫ লক্ষ ৮১ হাজার। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে তা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৪৩ হাজার। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে গুজরাটে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লক্ষ ৫০ হাজার। সবচেয়ে কম সংখ্যা লাদাখে। সেখানে ২০২৩-২৪ মূল্যায়ন বছরে ২০৫ জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন। ২০১৯-২০ মূল্যায়ন বছরে যা ছিল ৩০ জন।
দেশের মধ্যে শুধুমাত্র চণ্ডীগড়ে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা কমেছে। ২০১৯-২০ মূল্যায়ন বর্ষে ৮৯ হাজার ৮৭৩ জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন। ৪ বছর পর সেই সংখ্যা কমে হয় ৮৮ হাজার ১১৫।