VIDEO: সিনেমার দৃশ্য যেন… হাওয়ায় উড়ছে যাত্রীরা, ব্রেক কষতেই টাল খেয়ে মিনি ট্রাকে ধাক্কা অটোর, আহত ১০

Accident: রবিবার রাতে দ্রুতগতিতে যাচ্ছিল অটো। নির্দিষ্ট যাত্রীর তুলনায় অনেক বেশি যাত্রী ছিল অটোয়। পিছনের রড ধরে ঝুলছিলেন অনেকে। এদিকে, উল্টোদিক থেকে সেই সময়ই আসছিল মিনি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক ও অটোর।

VIDEO: সিনেমার দৃশ্য যেন... হাওয়ায় উড়ছে যাত্রীরা, ব্রেক কষতেই টাল খেয়ে মিনি ট্রাকে ধাক্কা অটোর, আহত ১০
সংঘর্ষের মুহূর্ত।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 12:37 PM

মাটিয়া: নিয়মের বালাই নেই। যাত্রীবোঝাই করে হু হু করে ছুটছিল অটো। সরু রাস্তায় ঢুকতেই বিপত্তি। মুখোমুখি সংঘর্ষ হল অটোর সঙ্গে মিনি ট্রাকের। নিমেষেই অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। রাস্তায় কার্যত তালগোল পাকিয়ে যায়। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে  বসিরহাটের মাটিয়া থানার অন্তর্ভুক্ত চৈতা এলাকায়। রবিবার রাতে দ্রুতগতিতে যাচ্ছিল অটো। নির্দিষ্ট যাত্রীর তুলনায় অনেক বেশি যাত্রী ছিল অটোয়। পিছনের রড ধরে ঝুলছিলেন অনেকে। এদিকে, উল্টোদিক থেকে সেই সময়ই আসছিল মিনি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক ও অটোর।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উল্টোদিক থেকে মিনি ট্রাক আসতে দেখেই জোরে ব্রেক কষে অটোটি। তারফলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এদিকে, রাস্তার ধারে পড়েছিল ইট-পাথরের স্তূপ। তাতেই ধাক্কা লেগে অটোটি মিনি ট্রাকের দিকে ঝুঁকে যায় এবং ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন অটোর যাত্রীরা।

দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁরা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে।