দেগঙ্গা : অটো (Auto) ও টোটো (Toto) চালকের মারামারির জেরে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেগঙ্গা থেকে কদম্বগাছি-ধর্মতলা-টাকি রোডে অটো পরিষেবা বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, বুধবার সকালে এলাকার টোটো চালক ও তৃণমূল (Trinamool Congress) ট্রেড ইউনিয়নের অটো চালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে মারামারি হয় ধর্মতলা এলাকায়। অটো চালকদের অভিযোগ, কদম্বগাছির অঞ্চল সভাপতি নিজামুল কবির ও বারাসাত সংসদীয় জেলার তৃণমূল কিষান সেলের সভাপতি মাফুজার রহমানের ইন্ধনে অবৈধভাবে রুট পারমিট ছাড়া টোটো চলাচল করছে গোটা এলাকায়। এমনকী ধর্মতলায় অটো স্ট্যান্ড থেকে অনুমতি ছাড়াই যাত্রী তোলার অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে চলছে এই ঘটনা।অটো চালকদের দাবি, তার জেরে যাত্রী পেতে অসুবিধা হচ্ছে তাঁদের।
সূত্রের খবর, এ নিয়েই বুধবার সকালে এলাকার অটো চালক মহাম্মদ ইমদাদুল মণ্ডল ও দেবাশিস মণ্ডলের সঙ্গে বচসা হয় বেশ কয়েকজন টটো চালকদের। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতি পর্যন্ত। এ ঘটনার পর থেকেই এদিন সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য দেগঙ্গা থেকে ধর্মতলা রুটে অটো পরিষেবা বন্ধ করে দেন চালকরা। টোটো ‘দৌরাত্ম্য’ রুখতে প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে এলাকায় অটো চলাচল বন্ধ থাকবে বলে সাফ জানিয়েচেন অটো চালকরা। এদিকে আইএনটিটিইউসি-র ছাতার তলায় থাকা অটো চালকরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ‘বেআইনি’ টোটো চালকদের মদত দেওয়ার অভিযোগ তোলায় তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। নেপথ্য কী রয়েছে গোষ্ঠী কোন্দল? উঠছে প্রশ্ন।
আক্রান্ত অটো চালক দেবাশিস মণ্ডল বলেন, “আমরা দীর্ঘদন ধরে অটো চালাচ্ছি। এখন টোটো চলাচল শুরু হওয়ায় আমাদের যাত্রী কমেছে। আমরা চাই এই টোটো চলাচল বন্ধ হোক। প্রশাসনকেও অনেকবার জানিয়েছি। আগে ওদের সঙ্গে ঝামেলা হয়েছিল। তবে সেই ঝামেলা মিটে গিয়েছিল। আজ আবার অঞ্চল সভাপতির কিছু সমর্থক আমাকে বেধড়ক মারধর করে। যা নিয়ে ফের ঝামেলা হয়। তারপর থেকেই আমরা অটো চালানো বন্ধ রেখেছি। এ ঘটনার যথাযথ বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রুটে আর অটো চালাব না।”
যদিও এ বিষয়ে কদম্বগাছির অঞ্চল সভাপতি নিজামুল কবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া দিয়েছেন বারাসাত সংসদীয় জেলার তৃণমূল কিষান সেলের সভাপতি মাফুজার রহমান। তাঁর সাফ দাবি, “এর মধ্যে কোনও তৃণমূলের গোষ্ঠী কোন্দল নেই। টোটো চালক ও অটোচালকদের এ সমস্যা দীর্ঘদিনের। একাধিকবার সমস্যা মেটানোর চেষ্টা করেছি। কিন্তু সমাধান হয়নি।”