উত্তর ২৪ পরগনা: চেয়ারম্যানের নামে ভুয়ো হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। বসিরহাট পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান অদিতি রায়চৌধুরী মিত্রের ছবি ব্যবহার করে ভুয়ো নম্বর থেকে হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সময়ে দিনে ও রাতে বিভিন্ন মেসেজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমনকি পৌরসভার সরকারি কর্মীদেরও ওই নম্বর থেকে মেসেজ করা হচ্ছে এমনকি টাকাও চাওয়া হচ্ছে। ফলে একদিকে সরকারি কাজে বাধা পড়ছে অন্যদিকে মহিলা চেয়ারম্যানের নামে কুৎসা হোয়াট্সঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই পোস্ট দিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট পৌরসভা এলাকায়।
চেয়ারম্যান অদিতি রায় চৌধুরী মিত্র বসিরহাট সাইবার ক্রাইম থানায় সাইবার অপরাধে সেই মোবাইল নম্বর দিয়ে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বসিরহাট পৌরসভার বিভিন্ন কাউন্সিলর থেকে সরকারি কর্মীরা। এর সঙ্গে যুক্ত অপরাধীকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন চেয়ারম্যান। যদিও বিজেপি এই ঘটনার নিন্দা জানিয়েছে।
কাউন্সিলরের বক্তব্য, “কাল সন্ধ্যা থেকে আমার স্টাফেদের কাছে মেসেজ যাচ্ছে। আমার নাম ও ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে টাকা চাইছে। তাই থানায় জানালাম। এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। দোষীর অবশ্যই সাজা হোক।”
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি পলাশ সরকার বলেন, “কাউন্সিলরের হোয়াটসঅ্যাপ হ্যাক হলে সাধারণ মানুষের কী হবে? এটা সত্যিই ভয়ের। দল রাজনীতি নয়, এটা নিন্দনীয়। যাঁরা এই ঘটনায় যুক্ত, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত।” অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।