উত্তর ২৪ পরগনা: তৃণমূল বিধায়ককে নিয়ে সেল্ফি বিজেপি জেলা কনভেনারের, তরজা বসিরহাটের রাজনৈতিক মহলে। তৃণমূল বিধায়ককে নিয়ে সেল্ফি বিজেপি জেলা কনভেনারের। মুখে কুলুপ বিজেপির। বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়ের সঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার কনভেনার শান্তনু চক্রবর্তী, বিজেপি কর্মী বুদ্ধদেব ঘোষ-সহ বিজেপি সমর্থকরা নিজস্বী তোলেন। কেবল নিজস্বী তুললেনই না, বরং সামাজিক মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে সেই ছবি পোস্ট করলেন। মুহূর্তে ছড়াল বিতর্ক। শুরু রাজনৈতিক কচকচানি।
বসিরহাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে চড়ুইভাতির আয়োজন করা হয়েছিল। সেখানে তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন। আর সেখানেই দেখা গেল বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির নেতা কর্মী সমর্থকদের।
বিধায়ককে দেখে বিজেপির নেতা কর্মীরা নিজেদের ফোনে ছবি তুলে নিজেদের ফেসবুক থেকে সেই ছবি পোস্ট করা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে বিজেপির নেতৃত্ব কোন কথা বলতে চাইছে না। এমনকি যারা ছবি তুলেছে, তাঁরাও মিডিয়ার সামনে আসতে নারাজ।
তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সকলের বিধায়ক। আমি চড়ুইভাতি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে কে ছবি তুলেছে না তুলেছে জানি না। আমরা চাই বসিরহাটের উন্নয়নে সবাই এগিয়ে আসুক। যারা ছবি তুলেছে তারাই বলতে পারবে।” যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।