AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagladeshi: বাগদা থেকে বাবা ভাড়া করেছিল যুবক, বাংলাদেশি রকির কীর্তি জানলে মাথায় হাত পড়বে

Bagladeshi: এ বিষয়ে তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, "কে কোথায় কাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানাচ্ছে তা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয়। আর কাউকে বাবা সাজিয়ে ভোট করানো প্রয়োজনও পড়ে না।

Bagladeshi: বাগদা থেকে বাবা ভাড়া করেছিল যুবক, বাংলাদেশি রকির কীর্তি জানলে মাথায় হাত পড়বে
অভিযুক্ত রকি মণ্ডলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 12:30 PM
Share

বাগদা: ভারতে থাকার কোনও রকম সুযোগই যেন হাতছাড়া করতে চাইছে না বাংলাদেশিরা। কখনও শাশুড়িকে মা সাজিয়ে, কখনও পাড়ার দাদাকে কাকা-জেঠু সাজিয়ে দিনের পর দিন থেকে গিয়েছেন এই রাজ্যে। আর এবার বাংলাদেশি যুবকের বিরুদ্ধে উঠল বাবা ভাড়া নেওয়ার অভিযোগ। অবাক হলেন তো? ভাবলেন বাবা কি ভাড়াও পাওয়া যায়? উত্তর ২৪ পরগনার বাগদায় যা ঘটেছে তা সেই দিকেই ইঙ্গিত করছে। ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার ও আধার সহ নানা নথি বানানোর অভিযোগ। বিডিও,ডিএম,নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের।

ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে, সেই সময় বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উদবাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রী বাগদা বিডিও-র আছে অভিযোগ করেন, রকি মণ্ডল নাম এক ব্যক্তি যিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। শুধু তাই নয়, বাগদা থানার রামনগরে আয়েব মণ্ডল নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়েছেন। এমনকী পাসপোর্ট বানিয়েছেন।

আয়েব মণ্ডলের পুত্রবধূর দাবি, তাঁর শ্বশুর মারা গিয়েছেন। শ্বশুর বেঁচে থাকতে মাঝে মধ্যে রকি তাঁর কাছে আসতেন। কিন্তু তাঁর শ্বশুরকে বাবা সাজিয়ে রকি ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়েছে তা তাঁরা জানেন না। আমেনা মণ্ডল নামে ওই গৃহবধূ বলেন, “আমার শ্বশুর মারা গেছে। ওঁকে বাবা বানিয়েছিল রকি। কিন্তু এই নিয়ে আমরা জানি না। উনি কোথায় থাকতেন তা জানি না। প্রায় কুড়ি বছর হয়ে গেছে ওর সঙ্গে সম্পর্ক নেই। ও বাংলাদেশ থেকে এসেছিল জানি।”

অভিযোগকারী সন্তুর দাবি, স্থানীয় তৃণমূল নেতারা বিপুল টাকার নিয়ে বাংলাদেশিদের এই ভাবে কাগজ পত্র বানিয়ে দিচ্ছে। এবং ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে। তিনি চাইছেন রকির ভোট কেটে দিয়ে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক।

এ বিষয়ে তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, “কে কোথায় কাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানাচ্ছে তা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয়। আর কাউকে বাবা সাজিয়ে ভোট করানো প্রয়োজনও পড়ে না। বিজেপি অনেক কিছুই বলে। একই সঙ্গে তিনি বলেন, “অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সে বেআইনে ভোট করে থাকে তাহলে তার ভোট বাতিল হবে।”

অভিযোগকারী বিজেপি আঞ্চলিক উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রি বলেন, “ভোটার লিস্টে এর (রকি) নাম আছে। চিন্তা করতে পারছেন, কত বড় দুর্নীতি। আমার কাছে যা আপডেট আছে উনি ভারতীয় একজনকে বিয়ে করে এই মুহূর্তে পলাতক।” তাঁর দাবি, আসলে উনি (রকি) তো জেনে গিয়েছেন, ওর খবর সকলে জেনে গিয়েছে। গোটা বিষয়টির তদন্তের দাবি জানাচ্ছি।”