Baranagar: বরানগরে ৬ তলা ঝাঁপ দিলেন বৃদ্ধ, রাস্তায় পড়ে থাকল থেঁতলে যাওয়া শরীর

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2024 | 9:54 AM

Baranagar: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের এমএনকে রোডের একটি ছ'তলার আবাসনে থাকতেন মানসবাবু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তবে তিনি ওই আবাসনে থাকলেও এলাকার স্থায়ী বাসিন্দা নন। এক পরিবারের ঘরে তিনি আসতেন।

Baranagar: বরানগরে ৬ তলা ঝাঁপ দিলেন বৃদ্ধ, রাস্তায় পড়ে থাকল থেঁতলে যাওয়া শরীর
এই বিল্ডিং থেকেই ঝাঁপ বৃদ্ধের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বরানগর: বরানগরে সকাল-সকাল দুর্ঘটনা। বহুতল থেকে ঝাঁপ দিলেন এক বৃদ্ধ। কিন্তু কেন এই ঘটনা তা জানা যায়নি। মৃতের নাম মানস দাস। ঘটনাস্থলে পৌঁছছে বরানগর থানার পুলিশ।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বরানগর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের এমএনকে রোডের একটি ছ’তলার আবাসনে থাকতেন মানসবাবু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ওই আবাসনে থাকলেও এলাকার স্থায়ী বাসিন্দা নন। এক পরিবারের ঘরে তিনি আসতেন। এ দিন, আবাসনের ছ’তলা থেকে বৃদ্ধ ঝাঁপ দেন। এরপরই মৃত্যু হয় তাঁর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভদ্র লোক এই পাড়াতে থাকতেন না। একটি পরিবারের কাছে উনি আসতেন। থাকতেন। আবার চলে যেতেন। কিন্তু কেন উনি ঝাঁপ মারলেন জানি না। আজ সকালে দেখলাম রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে।”

Next Article