BJP Leader Arjun Singh: নির্বাচনে হেরেছেন, তারপরও কেন দিল্লিতে ডাক পড়ল অর্জুনের?

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2024 | 11:29 AM

Arjun Singh: এ দিন, দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। তিনি বলেন, "পার্টির তরফ থেকে ডাক পড়েছে। সেই কারণে যাচ্ছি। যেহেতু মোদীজীর শপথ রয়েছেন সেই কারণে যাওয়া।" এরপর বিজেপি-র খারাপ ফলাফল নিয়ে মুখ খোলেন অর্জুন সিং।

BJP Leader Arjun Singh: নির্বাচনে হেরেছেন, তারপরও কেন দিল্লিতে ডাক পড়ল অর্জুনের?
দিল্লি যাচ্ছেন অর্জুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ব্যারাকপুর: রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে শপথ নিতে পারেন আরও ৩০ জন মন্ত্রী। আর সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন অর্জুন।

এ দিন, দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। তিনি বলেন, “পার্টির তরফ থেকে ডাক পড়েছে। সেই কারণে যাচ্ছি। যেহেতু মোদীজীর শপথ রয়েছেন সেই কারণে যাওয়া।” এরপর বিজেপি-র খারাপ ফলাফল নিয়ে মুখ খোলেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, “জোর করে ভোট করানো। জোর করে ডিউটি করানো। অবজারভারগুলো পয়সা পেয়ে বিক্রি হয়ে গিয়েছেন। এই রকম অনেক রকম ব্যাপার আছে।”

তবে বর্ষীয়ান নেতাদের মন্তব্য নিয়ে মুখ খোলেন অর্জুন। বিজেপি নেতা বলেন,”আমি এটা বিশ্বাস করি না। দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছেন। তাই সকলের সামনে এই প্রসঙ্গ না তোলাই উচিত। আমি কী করতে পেরেছি এবং ইলেকশন কমিশনের ভূমিকা সারা বাংলার মানুষ স্পষ্ট দেখেছে। আর দলের কথা দলের অন্দরেই বলা উচিত। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপি-তে যোগদান করেছিলেন অর্জুন সিং। তাঁর বিপরীতে লড়াই করেন তৃণমূলের পার্থ ভৌমিক। তবে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হতে হয় তাঁকে। প্রায় সাড়ে ৬৪ হাজার ভোটে পার্থর কাছে হারেন অর্জুন।

 

Next Article