AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baranagar: BJP করায় ক্রিকেটারের গালে ‘থাপ্পড়’ TMC কাউন্সিলরের, ভয়ে-আতঙ্কে ঘরবন্দি বরানগরের বাসিন্দা

Baranagar:ঘটনাটি বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নর্দান পার্কের ঘটনা। আক্রান্ত খেলোয়াড়ের নাম কমল সরকার। কমলবাবু এলাকায় কাজু নামে পরিচিত। গত মাসের ২৩ তারিখ বরানগরে বিজেপি-র একটি জনসভায় তিনি বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপি-তে যোগদান করেন।

Baranagar: BJP করায় ক্রিকেটারের গালে 'থাপ্পড়' TMC কাউন্সিলরের, ভয়ে-আতঙ্কে ঘরবন্দি বরানগরের বাসিন্দা
আহত খেলোয়াড়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2024 | 12:11 PM
Share

বরানগর: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারকে মারধরের অভিযোগ। তিনি জাতীয় স্তরের ক্রিকেট খেলেন। সেই খেলোয়াড়কে হেনস্থা করায় নাম জড়াল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, সম্প্রতি বিজেপি-তে যোগদান করায় শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। আতঙ্কে কার্যত গৃহবন্দি তিনি।

ঘটনাটি বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নর্দান পার্কের ঘটনা। আক্রান্ত খেলোয়াড়ের নাম কমল সরকার। কমলবাবু এলাকায় কাজু নামে পরিচিত। গত মাসের ২৩ তারিখ বরানগরে বিজেপি-র একটি জনসভায় তিনি বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপি-তে যোগদান করেন।

অভিযোগ, বুধবার রাত্রিবেলা তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোর অনুগামীরা তাঁকে উত্যক্ত করে। প্রতিবাদ করতেই একে অপরের সঙ্গে বচসা বাধে। এরপরই শান্তনু মজুমদার তাঁকে মারধর করেন বলে দাবি আক্রান্ত ব্যক্তি। কমলবাবু বলেন, “আমায় গালে থাপ্পড় মেরেছে। ছিল দুজন। কিন্তু মেরেছে শান্তুনু। আমাক কানেও লেগেছে। মদ খেয়ে আমায় যা ইচ্ছা বলছিল। তারপর প্রতিবাদ করতেই মেরেছে।” তবে এই ঘটনায় শান্তনুর প্রতিক্রিয়া না মিললেও বরানগর পৌরসভার পুর পারিষদ সদস্য অঞ্জন পাল বলেন, “এই ধরনের ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অন্যায় হয়েছে।”