বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ, সীমান্তে ৯ বাংলাদেশি গ্রেফতার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 26, 2021 | 10:53 AM

Basirhat: সেই সময় টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁদের আটকে প্রশ্ন করেন।

বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ, সীমান্তে ৯ বাংলাদেশি গ্রেফতার
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: স্বরূপনগর সীমান্তে ৪ মহিলা সহ ৯ বাংলাদেশি গ্রেফতার। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালী সীমান্তে সন্দেহজনকভাবে ৯ জনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিএসএফ সূত্রে খবর, ভোর রাতে ৯ জন বাংলাদেশি ভারতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিলেন।

সেই সময় টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁদের আটকে প্রশ্ন করেন। কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশির পর বিএসএফ দেখে তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢুকেছেন। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।

ধৃতদের মধ‍্যে ৪ মহিলা ও পাঁচ পুরুষ রয়েছেন। এই ৯ বাংলাদেশির বাড়ি যশোহর ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে। কী কারণে তাঁরা এদেশে ঢুকছিলেন, তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ৯ বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের সঙ্গে অন্য কোনও চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি কলকাতার বুক থেকে এসটিএফের জালে ধরা পড়েছে জেএমবি মডিউল। তাদের লিঙ্কম্যান হিসাবে উঠে এসেছে লালু ওরফে রাহুল সেন নামে এক যুবকের নাম। লালু জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিত। জানা যাচ্ছে, সীমান্ত এলাকায় সক্রিয় লালু সেন। সীমান্তের পরিভাষায়, লালু মূলত ‘ধূরের’ কাজ করত। নথি ছাড়াই মানুষকে এপার থেকে ওপার পৌঁছে দেওয়া বা সীমান্ত পেরিয়ে বিভিন্ন জিনিসের আদানপ্রদান- এসব করত লালু। তদন্তকারীরা মনে করছেন, লালুর মতো এরকম অনেক ‘ধূর’ সীমান্তে সক্রিয়। সীমান্তরক্ষী বাহিনী আরও নজরদারি চালাচ্ছে এলাকায়। আরও পড়ুন: বাড়ছে মেট্রোর সংখ্যা, পরিবর্তিত হল সময়ও


Next Article