বিল থেকে উদ্ধার মৎস্যজীবীর পচাগলা দেহ

May 07, 2021 | 11:25 AM

শুক্রবার সকালে বসিরহাটের (Basirhat )স্বরূপনগরের হাকিমপুর বিলবল্লির থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

বিল থেকে উদ্ধার মৎস্যজীবীর পচাগলা দেহ
নিজস্ব চিত্র

Follow Us

বসিরহাট: বিল থেকে উদ্ধার নিখোঁজ মৎস্যজীবীর পচাগলা দেহ। ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে বসিরহাটের (Basirhat )স্বরূপনগরের হাকিমপুর বিলবল্লির থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম কাসেম আলি (৬৩)।

জানা গিয়েছে, বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর বিথারী গ্রাম পঞ্চায়েতের বিলবল্লিতে বছর ৬৩ এর কাসেম আলি গাজী মাছ ধরতে এসেছিলেন। তাও সেটা দিন দশেক আগেই। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি পার্শ্ববর্তী কালিকাপোতা গ্রামে।

আরও পড়ুন: রাজনৈতিক হিংসা নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রের, রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্র সচিব

পরিবারের লোক স্বরূপনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজও করা হয়। শুক্রবার সকালে বিলবল্লির জলাশয় থেকে ওই মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু? খুন না আত্মহত্যা? তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Next Article