বসিরহাট: পাড়ার দাদুর বাড়িতে মাঝেমধ্যেই খেলতে যেত শিশুটি। বাড়ির লোকেদের কোনওদিনই কোনও সন্দেহ হয়নি। বৃহস্পতিবার পাশের বাড়িতে আট বছরের মেয়েটি খেলতে গিয়েছিল। সেসময় বাড়িতে দাদু একাই ছিলেন। কিন্তু মেয়েটি যখন বাড়ি ফেরে, তার আচরণে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন বাবা-মা। জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়ে সে। তখনই সামনে আসে বিস্ফোরক ঘটনা। ছাদে নিয়ে গিয়ে নাবালিকাকে ‘ধর্ষণ’ করেন দাদু! অভিযোগ ঘিরে ধুন্ধুমার বসিরহাটের ইটিন্ডা এলাকায়।
বছর আটেকের ওই নাবালিকা তৃতীয় শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীদাদুর বাড়িতে মাঝেমধ্যেই যেত নাবালিকাটি। দুই বাড়ির মধ্যে সম্পর্ক ভালো। বাচ্চা মেয়েটিকে ভালোবাসত অভিযুক্তের পরিবারের সদস্যরাও। বৃহস্পতিবার সন্ধ্যাতেও খেলতে যায় বাচ্চা মেয়েটি। পরিবার সূত্রে জানা যাচ্ছে, সে সময় বাড়িতে একাই ছিলেন বছর ষাটেকের ওই ব্যক্তি।
নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী, তাঁর মেয়ে তাঁকে জানিয়েছে, বিকালে ‘দাদু’ ছাদে খেলতে নিয়ে যায়। সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। বাড়িতে কিছু না জানানোর জন্য ভয়ও দেখান বলে অভিযোগ। বাড়িতে ফিরে প্রথমে কিছুই বলেনি নাবালিকা। পরে তার শরীর খারাপ হতে শুরু করে। বিষয়টি খেয়াল করেন বাবা-মা। মেয়েকে জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়ে সে। এরপরই গোটা ঘটনাটি বাবা-মাকে জানায় নাবালিকা।
বসিরহাট থানায় বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত পলাতক। ইতিমধ্যেই ওই শিশু কন্যাকে বসিরহাট জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবে সে। বসিরহাট থানার পুলিশ ওই বৃদ্ধের খোঁজে তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ছাত্রীর বাবা-মা এই বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ছাত্রীর বাবা বলেন, “ভাবতেই পারছি না আমার মেয়েটা ঘরের সামনেই নির্যাতিত হবে। ওই বাড়িতে আগেও গিয়েছে। কী করে বুঝবে আমার মেয়েটার ওপর এরকম নজর ছিল। কঠোর শাস্তি চাই।”